logo
খবর

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৫
Copied!
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা
সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাংলাদেশ দূতাবাস, আঙ্কারা

বাংলাদেশের মহান বিজয় দিবস-২০২৪ এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও আনন্দসন্ধ্যা।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এই বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দসন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের গণ-অভ্যুত্থান এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪–এর ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

1.

এ পর্বে আলোচনা অনুষ্ঠানে কমিউনিটির পক্ষ থেকে প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম, মশিউর রহমান ও মো. ইমাম হোসেনসহ আরও কয়েকজন বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাহাত্ম্য আলোচনা করেন। তারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দূতাবাসের সঙ্গে এক হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে আনন্দসন্ধ্যা আয়োজনের জন্য দূতাবাসের সবাইকে ধন্যবাদ জানান।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটি থেকে দেশাত্নবোধক গান পরিবেশন করেন কাজি মহিউদ্দিন তাকি, মুনিম ইবনে জামান ও সোয়েব সাফওয়ান। কমিউনিটির শৌভিক দাস কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলানের গাওয়া গান Blowin' In The Wind গেয়ে সবাইকে বিমোহিত করেন।

বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান কবি শামসুর রাহমানের একটি কবিতা আবৃত্তি ও ওসমান গনি একটি দেশাত্নবোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম।

2.

অনুষ্ঠানের শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনী বক্তব্যের শুরুতেই একটি আঞ্চলিক গান গেয়ে দর্শকেদের আনন্দ আরও বাড়িয়ে দেন। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে দূতাবাসের সেবার মান আরও বৃদ্ধির ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং উত্তরোত্তর বৃদ্ধিতে দূতাবাস নবোদ্যমে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। পরিশেষে তিনি সবাইকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত বাংলাদেশি অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।

অনুষ্ঠানে আঙ্কারার বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত গবেষক, বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দূতাবাস কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ অটোরিকশার যাত্রী ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া, সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাতেও হামলা হয়েছে।

৭ ঘণ্টা আগে

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ ঘণ্টা আগে

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ইসলামি উগ্রপন্থীদের উত্থান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছে।

১ দিন আগে