logo
খবর

‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৬ ঘণ্টা আগে
Copied!
‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

সংগীতবিষয়ক সাময়িকপত্র ‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো।

শুক্রবার (৮ নভেম্বর) রাজথানী ঢাকার ধানমন্ডিতে ছায়ানটের মূল মিলনায়তনে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান। মূল আলোচক ছিলেন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। মঞ্চে উপবিষ্ট ছিলেন ‘সঙ্গীত মনন’-এর সম্পাদক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও ক্যানসারবিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ এবং সহসম্পাদক শিক্ষক, গবেষক ও লেখক রেজাউল করিম সুমন।

Publication Festival

এই অনুষ্ঠানে ‘সঙ্গীত মনন’-এর বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, “পত্রিকাটি অত্যন্ত সুসম্পাদিত একটি পত্রিকা। দীর্ঘদিন ধরে আমি নিজেও একটি নাটকবিষয়ক পত্রিকা প্রকাশ করে আসছি, এর কোনো একটি সংখ্যা যদি “সঙ্গীত মনন”-এর মতো হতো তাহলে আমি নিজেকে সার্থক মনে করতাম।’

সভাপতির বক্তব্যে রফিকুন নবী বলেন, সংগীতবিষয়ক এমন পত্রিকা তিনি আগে দেখেননি।

Publication Festival 2

তৃতীয় সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী ইফফাত আরা দেওয়ান। পত্রিকাটির সহসম্পাদক এর নানা বিষয় নিয়ে আলোচনা করে পাঠকদের এই পত্রিকার সঙ্গে থাকার অনুরোধ জানান।

পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, ‘সঙ্গীত মনন’ পত্রিকাটি তিন মহাদেশের পাঁচ সদস্যের অক্লান্ত পরিশ্রম ও যত্নের ফল। পত্রিকার প্রচ্ছদ ও অঙ্গসজ্জা এবং সামগ্রিক বিন্যাসের কাজ করেছেন যথাক্রমে ওপার বাংলার বিখ্যাত শিল্পী সোমনাথ ঘোষ এবং ‘হরপ্পা’ পত্রিকার সম্পাদক সৈকত মুখার্জি। ‘সঙ্গীত মনন’ কেবল বাংলাভাষী পাঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে যেন বৃহত্তর পাঠকের কাছে পৌঁছাতে পারে, সে চেষ্টা তারা করে চলেছেন। পত্রিকাটিতে ইংরেজিভাষী সংগীতজ্ঞদের প্রবন্ধও ছাপা হয়েছে।

Publication Festival 3

এই প্রকাশনা উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সংগীতের আয়োজন। এতে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতের দুই বিশিষ্ট শিল্পী ইমতিয়াজ আহমেদ ও লাইসা আহমদ লিসা, নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং লালন ও লোকগানের নন্দিত শিল্পী চন্দনা মজুমদার।

প্রকাশনা উৎসবে বিক্রির জন্য রাখা ‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার সব কপি অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যায়, যা পত্রিকাটির প্রতি পাঠকের আগ্রহেরই প্রতিফলন।

Publication Festival 4

উল্লেখ্য, ‘সঙ্গীত মনন’-এর যাত্রা শুরু হয় ২০২২ সালে। ওস্তাদ আলী আকবর খানের জন্মশতবর্ষকে প্রচ্ছদ কাহিনি করে প্রকাশিত এই সংখ্যাটি এপার বাংলা ওপার বাংলাসহ পৃথিবীর নানা প্রান্তে বিপুল গ্রহণযোগ্যতা পায়। দ্বিতীয় সংখ্যার মূল বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ ও গান’, এই সংখ্যাটিও পাঠকের মধ্যে বিপুল সাড়া জাগাতে পেরেছে। তৃতীয় সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা, এর বিষয় ‘সংগীতে নারী, নারীর সংগীত’। বিজ্ঞপ্তি

আরও দেখুন

‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

‘সঙ্গীত মনন’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব

উল্লেখ্য, ‘সঙ্গীত মনন’-এর যাত্রা শুরু হয় ২০২২ সালে। ওস্তাদ আলী আকবর খানের জন্মশতবর্ষকে প্রচ্ছদ কাহিনি করে প্রকাশিত। দ্বিতীয় সংখ্যার মূল বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ ও গান। তৃতীয় সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা, এর বিষয় ‘সংগীতে নারী, নারীর সংগীত’।

৬ ঘণ্টা আগে

ইতালি অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে: রাষ্ট্রদূত আলেসান্দ্রো

ইতালি অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে: রাষ্ট্রদূত আলেসান্দ্রো

রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে ১৭ হাজার বাংলাদেশি অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করেছেন। প্রতিদিনই অবৈধ পথে বাংলাদেশিরা ইতালি প্রবেশ করছেন। আজকের দিনসহ হিসাব করলে এ বছর অবৈধ পথে ইতালি প্রবেশ করেছেন ১৮ হাজার বাংলাদেশি।

১৬ ঘণ্টা আগে

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণ বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ

পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণ বড় চ্যালেঞ্জ: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের নির্বাচনের ২০ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ছাড়া এই নির্বাচনে ভোট দেওয়া সম্ভব নয়।

২ দিন আগে

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন ১৮ নভেম্বর

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন ১৮ নভেম্বর

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপের উদ্বোধন ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

৩ দিন আগে