প্রতিবেদক, বিডিজেন
চলতি মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে (ইইউএ) টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শুক্রবার (২ মে) সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে ২টি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত ৩টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতেই।
চলতি মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে (ইইউএ) টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শুক্রবার (২ মে) সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে ২টি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২টি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়)।
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত ৩টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতেই।
জুলাই মাসে যুক্তরাষ্ট্র গেছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলী।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।