logo
খবর

জামায়াত একাত্তরে নিজেদের ভূমিকাকে জায়েজ করার চেষ্টা করছে: হাফিজ উদ্দিন বীর বিক্রম

প্রতিবেদক, বিডিজেন১০ জানুয়ারি ২০২৫
Copied!
জামায়াত একাত্তরে নিজেদের ভূমিকাকে জায়েজ করার চেষ্টা করছে: হাফিজ উদ্দিন বীর বিক্রম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

জুলাই–আগস্টের পরের সময়টাকে একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য জামায়াতের সুযোগ হিসেবে বিবেচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ‘এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা (জামায়াতে ইসলামী) একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই (জায়েজ) করার চেষ্টা করছে।’

রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সমাবেশে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক ওই সমাবেশের আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে এ দেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী ও জামায়াতে ইসলামী।

এই বক্তব্যে আমরা আহত হয়েছি।’ তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী। জনগণের বাহিনী হয়ে ৯ মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈনিক-অফিসাররা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কারও সনদের (সার্টিফিকেট) প্রয়োজন নেই। তারা দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক নয়—তাদের একাত্তরের ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রতিটি ভূমিকা সাক্ষ্য দেয়। তারা সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, ‘তবে জামায়াতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছি। এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা (জামায়াতে ইসলামী) একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই (জায়েজ) করার চেষ্টা করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের (জামায়াত) এত দিন মিত্র হিসেবেই গণ্য করে এসেছি। তাদের ওপর যখন অত্যাচার–নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, “ধানের শীষ” দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। আমরা অনেকে সেটি পছন্দ করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তার বিনিময়ে কি তাদের এই উক্তি করা সঠিক হয়েছে? আমরা এ ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। এটি বর্তমানে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাদের মধ্যে ফাটল ধরতে পারে। আশা করি, এ ব্যাপারে তারা (জামায়াত) ভবিষ্যতে আরও যত্নবান হবেন।’

একটি মহল গণ–অভ্যুত্থানকে স্বাধীনতার ওপরে স্থান দেওয়ার অপচেষ্টা করছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, স্বাধীনতাযুদ্ধের সঙ্গে, স্বাধীনতাসংগ্রামের সঙ্গে কোনো কিছুরই তুলনা হতে পারে না।

শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ আরও বৃদ্ধি করেছে। অর্থাৎ শেখ হাসিনাকে তারা (ভারত) দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে তারা আনস্টেবল (অস্থিতিশীল) করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য ভারত তাকে (শেখ হাসিনা) ব্যবহার করবে। তিনি বলেন, ‘এটি করলে তাদের (ভারত) সঙ্গে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার অবকাশ থাকবে না।’

একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। অথচ বিএনপি গত ১৬ বছর সংগ্রাম করেছে জনগণের ভোটাধিকার ফেরত আনার জন্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ফেসবুক লাইভে উমামা ফাতেমা: জুলাইকে ‘মানি মেকিং মেশিনে’ পরিণত করা হয়েছে

ফেসবুক লাইভে উমামা ফাতেমা: জুলাইকে ‘মানি মেকিং মেশিনে’ পরিণত করা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা তাঁর জীবনের একটা 'ট্র্যাজিক' ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

১০ ঘণ্টা আগে

১২ হাজার তরুণ–তরুণীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে পিকেএসএফ

১২ হাজার তরুণ–তরুণীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে পিকেএসএফ

প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী তরুণেরা ১২টি খাতের প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ চলাকালে থাকা-খাওয়ার সব খরচ প্রকল্প থেকে বহন করা হবে। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত। বাকি ৭০ শতাংশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে নিম্ন আয়ের ও প্রান্তিক অঞ্চলের তরুণেরা।

১২ ঘণ্টা আগে

রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে বিমানঘাঁটি অত্যাবশ্যক: বিমান বাহিনী

রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে বিমানঘাঁটি অত্যাবশ্যক: বিমান বাহিনী

রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে ঢাকায় বিমানঘাঁটি অত্যাবশ্যক বলে জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্রের দূতকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্রের দূতকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

১৩ ঘণ্টা আগে