logo
খবর

নারী নির্যাতনসহ নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন: সরকারকে বিএনপি নেতা মির্জা ফখরুল

প্রতিবেদক, বিডিজেন৮ দিন আগে
Copied!
নারী নির্যাতনসহ নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন: সরকারকে বিএনপি নেতা মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নারীদের হেনস্থা ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এক বিবৃতিতে নানা ধরনের হয়রানিসহ নারীর প্রতি সহিংসতায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দাজ্ঞাপন করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের হেনস্থা করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি এবং বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত ও বেপরোয়া হয়েছে, যা বর্তমানেও চলমান।।’

এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের প্রবণতা বিপজ্জনক। এই সব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘নারীদের সম্মান রক্ষা ও নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা নারীদের সংবিধান-স্বীকৃত অধিকার। নারী নির্যাতনসহ দেশের সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। আমরা এর তীব্র নিন্দা ও বিরোধিতা করছি এবং একইসঙ্গে সবাইকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে নারী নির্যাতনসহ সব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সব ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিদেশেও নারীরা প্রশসংনীয় ভূমিকা রেখে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তার অভিযুক্তের জামিন

গণমাধ্যমের খবর অনুযায়ী ৫ মার্চ (বুধবার) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীকে তার পোশাকপরিচ্ছদ নিয়ে হেনস্তা করে একই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণব। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে একদল উগ্রবাদী ব্যক্তি অনলাইনে ও অফলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। তারা পুরো ঘটনাকে ধর্মীয় রূপে সাজিয়ে অভিযুক্তকে মুক্ত করার দাবিতে ওই দিন সারা রাত শাহবাগ থানায় অবস্থান নেয়।

পরদিন বৃহস্পতিবার অভিযুক্ত মোস্তফা আসিফের জামিন মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)আদালত। আদালতের ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, মামলার বাদী তাঁর মামলা প্রত্যাহারের জন্য থানায় আবেদন করেন। এই আবেদনে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত মোস্তফা আসিফ তাঁর নিজের ভুল বুঝতে পারায় ও তাঁর বাবা নিশর্ত ক্ষমা চাওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় দেশের স্বার্থে তিনি মামলা প্রত্যাহার করছেন। একইসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন।

পরে মামলার বাদীর আবেদন আদালতে উপস্থাপন করে পুলিশ। অভিযুক্তপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত ১ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করে।

এর আগে ওই ছাত্রীকে হেনস্তার অভিযোগে বুধবার সন্ধ্যায় মোস্তফা আসিফকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। হেনস্তার শিকার ছাত্রী এ বিষয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং পরে শাহবাগ থানায় মামলা করেন।

এদিকে ভুক্তভোগী ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর থেকে অনলাইনে-অফলাইনে তিনি নানা রকমের সহিংস হুমকি-ধমকি পাচ্ছেন। বিভিন্ন অসদুপায়ে চাপ সৃষ্টির মাধ্যমে তাকে মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে।

ছাত্রীকে হেনস্তার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ সদস্যের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ দায়িত্ব পালন থেকে বিরত থাকবে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার বিষয়ে ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে। কমিটির অপর সদস্যরা হলেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান।

সাইফুদ্দিন আহমেদ বলেন, তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের বিষয়ে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকেও দ্রুত নির্বাচনের কথা বলেছে বিএনপি

গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকেও দ্রুত নির্বাচনের কথা বলেছে বিএনপি

নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো আগে করে বাকিগুলো সংসদের মাধ্যমে করার ব্যাপারে বিএনপির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 'সংস্কারগুলো চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি।'

৩ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি সেই জায়গা যেখানে বাজেট কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে যাদের সহায়তা পাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে জরুরি। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

১ দিন আগে

রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস

রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সংস্থাটি সম্ভাব্য সবকিছু করবে। শুক্রবার কক্সবাজারের বালুখালী-১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

১ দিন আগে

বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি

বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সংহতি

বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন তিনি।

১ দিন আগে