নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। কাশ্মীর সীমান্তে পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেই সূচি অনুযায়ী পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠানের কথা রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এরই মধ্যে সরাসরি কথা বলেছেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসেরের সঙ্গে। তিনি সালমানকে রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তা ও মানসিক স্বস্তির ব্যাপারটি মনে করিয়ে দিয়েছেন। পিএসএল নির্বাহী বিসিবি সভাপতিকে দুই বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ নিরাপত্তার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রিশাদ ও নাহিদ রানাকে রাষ্ট্রীয় নিরাপত্তাই প্রদান করা হবে বলে জানা গেছে।
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে উপমহাদেশের ক্রিকেট সূচি এলোমেলো হয়ে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এই মাসেই বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা আছে। ২৫ মে থেকে ৩ জুন ফয়সলাবাদ ও লাহোরে বাংলাদেশ ক্রিকেট দল ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। জুনে শ্রীলঙ্কা সফর করেই জুলাইতে আবার পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও জুলাইয়ের সফরটি ভবিষ্যৎ সফরসূচি বা এফটিপির বাইরের একটি সফর।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আছে বাংলাদেশের। যদিও এই টানাপোড়েনের মধ্যেই দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বয়সভিত্তিক এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হয়েছে। মার্চে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে মেঘালয়ের শিলংয়ে গিয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা ও বিজিবির (সাবেক বিডিআর) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের একটি ফেসবুক পোস্ট নিয়ে বাংলাদেশে ভারতের ক্রিকেট সফর স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
আগামী আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা বিরাট কোহলিদের। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের ফেসবুক পোস্টের কারণে ভারত আগস্টে বাংলাদেশে না-ও যেতে পারে।’ ওই ফেসবুক পোস্টে ফজলুর রহমান ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য (সেভেন সিস্টার্স) নিয়ে একটি মন্তব্য করেন। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফেসবুক পোস্টের উক্তিকে ফজলুর রহমানের ‘একান্ত ব্যক্তিগত মত’ হিসেবে উল্লেখ করে বলেছে, ‘তাঁর মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই।’ বিসিবি অবশ্য এখনো আশাবাদী ভারতের বাংলাদেশ সফর নিয়ে।
ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। অনিশ্চয়তায় পড়ে গেছে আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস), যেটি এক সময় সাফ গেমস হিসেবে পরিচিত ছিল। তবে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘এসএ গেমস নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। ঈদ-উল-আজহার পর সব দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাপ করেই আসলে এসএ গেমসের ভবিষ্যৎটা বোঝা যাবে।’
অরুণাচলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এ মুহূর্তে ভারতের অরুণাচলে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল ৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা বাংলাদেশের। টুর্নামেন্টের অন্য দলগুলো হচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। এতে সাফের অন্যতম সদস্য দেশ পাকিস্তান আগেই অংশ না নেওয়ার কথা জানিয়েছে। অরুণাচল প্রদেশ পাকিস্তান সীমান্ত থেকে ২৪৬৬ কিলোমিটার দূরে হলেও এটি চীন সীমান্তের খুব কাছে।
বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের একমাত্র চিন্তা টুর্নামেন্টে ভালো করা। হোটেল স্টাফরা ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বলাবলি করছিল। তবে খেলোয়াড়েরা এসব নিয়ে কিছুই জানে না। এখানে পৌঁছানোর পর থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো।’
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল খেলতে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। কাশ্মীর সীমান্তে পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেই সূচি অনুযায়ী পিএসএলের ম্যাচগুলো অনুষ্ঠানের কথা রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এরই মধ্যে সরাসরি কথা বলেছেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসেরের সঙ্গে। তিনি সালমানকে রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তা ও মানসিক স্বস্তির ব্যাপারটি মনে করিয়ে দিয়েছেন। পিএসএল নির্বাহী বিসিবি সভাপতিকে দুই বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ নিরাপত্তার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রিশাদ ও নাহিদ রানাকে রাষ্ট্রীয় নিরাপত্তাই প্রদান করা হবে বলে জানা গেছে।
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে উপমহাদেশের ক্রিকেট সূচি এলোমেলো হয়ে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এই মাসেই বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা আছে। ২৫ মে থেকে ৩ জুন ফয়সলাবাদ ও লাহোরে বাংলাদেশ ক্রিকেট দল ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ দলের। জুনে শ্রীলঙ্কা সফর করেই জুলাইতে আবার পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও জুলাইয়ের সফরটি ভবিষ্যৎ সফরসূচি বা এফটিপির বাইরের একটি সফর।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আছে বাংলাদেশের। যদিও এই টানাপোড়েনের মধ্যেই দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেটে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বয়সভিত্তিক এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হয়েছে। মার্চে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে মেঘালয়ের শিলংয়ে গিয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা ও বিজিবির (সাবেক বিডিআর) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের একটি ফেসবুক পোস্ট নিয়ে বাংলাদেশে ভারতের ক্রিকেট সফর স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
আগামী আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা বিরাট কোহলিদের। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘মেজর জেনারেল (অব.) ফজলুর রহমানের ফেসবুক পোস্টের কারণে ভারত আগস্টে বাংলাদেশে না-ও যেতে পারে।’ ওই ফেসবুক পোস্টে ফজলুর রহমান ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য (সেভেন সিস্টার্স) নিয়ে একটি মন্তব্য করেন। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফেসবুক পোস্টের উক্তিকে ফজলুর রহমানের ‘একান্ত ব্যক্তিগত মত’ হিসেবে উল্লেখ করে বলেছে, ‘তাঁর মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই।’ বিসিবি অবশ্য এখনো আশাবাদী ভারতের বাংলাদেশ সফর নিয়ে।
ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। অনিশ্চয়তায় পড়ে গেছে আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস), যেটি এক সময় সাফ গেমস হিসেবে পরিচিত ছিল। তবে গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘এসএ গেমস নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি। ঈদ-উল-আজহার পর সব দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাপ করেই আসলে এসএ গেমসের ভবিষ্যৎটা বোঝা যাবে।’
অরুণাচলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এ মুহূর্তে ভারতের অরুণাচলে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল ৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা বাংলাদেশের। টুর্নামেন্টের অন্য দলগুলো হচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। এতে সাফের অন্যতম সদস্য দেশ পাকিস্তান আগেই অংশ না নেওয়ার কথা জানিয়েছে। অরুণাচল প্রদেশ পাকিস্তান সীমান্ত থেকে ২৪৬৬ কিলোমিটার দূরে হলেও এটি চীন সীমান্তের খুব কাছে।
বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের একমাত্র চিন্তা টুর্নামেন্টে ভালো করা। হোটেল স্টাফরা ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বলাবলি করছিল। তবে খেলোয়াড়েরা এসব নিয়ে কিছুই জানে না। এখানে পৌঁছানোর পর থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো।’
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় তাঁর নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, সপ্তাহখানেক আগে এ প্রক্রিয়া শুরু হয়। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর সঙ্গে সেখানে আরও অনেকে যোগ দিয়েছেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।