logo
খবর

চট্টগ্রামে ফুল উৎসবে টিকিট বিক্রি করে আড়াই কোটি টাকা আয়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে ফুল উৎসবে টিকিট বিক্রি করে আড়াই কোটি টাকা আয়
ফুল উৎসব সাজানো হয়েছে নানা ধরনের ফুলে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক। মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫। ছবি: প্রথম আলো

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসবে দর্শনার্থীদের কাছে টিকিট বিক্রি করে প্রথম ২৫ দিনেই আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। একই সময়ে ফুল উৎসব দেখতে ডিসি পার্ক পরিদর্শন করেছেন ৪ লাখ ৮০ হাজার দর্শনার্থী।

খবর প্রথম আলোর।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে মাসব্যাপী এই ফুল উৎসব। ৪ জানুয়ারি ডিসি পার্কে ফুল উৎসব শুরু হয়। আগামী ৫ ফেব্রুয়ারি উৎসব শেষ হওয়ার কথা। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবের সময় বাড়ানো হয়েছে। উৎসবের টিকিটের মূল্য দর্শনার্থী প্রতি ৫০ টাকা করে। পার্কের ভেতরে ফুল উৎসব উপলক্ষে ৪২টি দোকান ও ৩টি বিনোদনকেন্দ্র বরাদ্দ দেওয়া হয়েছে। টিকিট বিক্রির বাইরেও এসব খাত থেকে আয় হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফুল উৎসবে ১০ লাখ মানুষের সমাগম হবে এমন লক্ষ্যমাত্রা ছিল। তবে এখন পর্যন্ত দর্শনার্থী এসেছেন লক্ষ্যমাত্রার অর্ধেক। গতকাল মঙ্গলবার এক দিনেই ডিসি পার্কে ১২ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। গতকাল টিকিট বিক্রি করে আয় হয়েছে ৬ লাখ টাকা। পার্কে দর্শনার্থী টানতে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনাসহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ফুল উৎসব উপলক্ষে পুরো পার্কই সাজানো হয়েছে দেশি-বিদেশি নানা ধরনের ফুলে। পার্কের দক্ষিণ পাশে ছিল মানুষের বাড়তি ভিড়। সেখানে গিয়ে দেখা যায়, দেশি-বিদেশি নানা ফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত রয়েছেন দর্শনার্থীরা। কথা হয় চট্টগ্রাম নগর থেকে সপরিবারে ফুল উৎসবে আসা জসিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘দেশি-বিদেশি ফুল নিয়ে খুবই চমৎকার একটি আয়োজন। গত বছরও ফুল উৎসবে এসেছিলাম। এ বছর আবারও আসতে পেরে ভালো লাগছে। পরিবারের সদস্যরাও খুব খুশি।’ জসিম বলেন, উৎসবের শুরুর দিকে মানুষের ভিড় বেশি থাকে, তাই শেষের দিকে এসেছেন তিনি।

ফুল উৎসবে দর্শনার্থীদের ভিড়। প্রথম আলো
ফুল উৎসবে দর্শনার্থীদের ভিড়। প্রথম আলো

বেলা ৩টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে রাত ৯টা পর্যন্ত। চট্টগ্রামের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনার পাশাপাশি পরিবেশনায় অংশগ্রহণ করেন শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানস্থলে নির্ধারিত চেয়ারের বাইরেও দর্শনার্থীরা দাঁড়িয়ে নেচে-গেয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন।

জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত দর্শনার্থীদের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪০ লাখ টাকা। দর্শনার্থীদের ধরে রাখতে তারা নানা অনুষ্ঠানের আয়োজন অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে পার্কে পিঠা উৎসবের আয়োজনও করা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার বিকেলে শুরু হবে ১৬টি দেশের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বৃহস্পতিবার আসবে শিরোনামহীন ব্যান্ডের শিল্পীরা। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পূর্ব তিমুর, ভুটান, মিয়ানমার, কম্বোডিয়াসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা আজকের সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন। নিজ নিজ দেশের পোশাকে ওই দেশের সংস্কৃতিকে তুলে ধরবেন তারা।

আগামী ৬ ফেব্রুয়ারি ফুল উৎসব উপলক্ষে দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, আর্বোভাইরাস, আর্টসেল, শিরোনামহীন, অ্যাভয়েডরাফা, তীরন্দাজ ও কাকতাল ব্যান্ডের শিল্পীরা এম এ আজিজ স্টেডিয়াম মাতাবেন। তবে ওই অনুষ্ঠানে যেতে হলে দর্শনার্থীদের আলাদা টিকিট কেটে ঢুকতে হবে। দুই সারির আলাদা রঙের টিকিট থাকবে। সামনের সারির টিকিটের দাম পড়বে ৫০০ টাকা এবং পেছনের সারির টিকিটের দাম পড়বে ৩০০ টাকা।

ফুল উৎসবের সময় বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, ফুল উৎসব নিয়ে চট্টগ্রামের মানুষের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এ ফুল উৎসবে আসছেন। কিন্তু এর বাইরে এখনো অনেক দর্শনার্থী রয়েছেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে ফুল উৎসবে পৌঁছাতে পারেননি। এসব দর্শনার্থীদের কথা বিবেচনা করে ফুল উৎসব আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

কিছুদিন দাগির ভেতর বসবাস করতে চাই: তমা মির্জা

কিছুদিন দাগির ভেতর বসবাস করতে চাই: তমা মির্জা

ক্যারিয়ারে সুসময় পার করছেন তমা মির্জা। 'দাগি' মুক্তির পর ছুটছেন হল থেকে হলে। যেখানেই যাচ্ছেন দর্শকদের প্রশংসা পাচ্ছেন। প্রশংসা যেমন পাচ্ছেন, দাগি সিনেমার জন্যও সবার কাছ থেকে দারুণ ভালোবাসাও পাচ্ছেন। ঈদের দিন মুক্তি পেয়েছে দাগি।

২১ ঘণ্টা আগে

মার্চে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩২৯ কোটি ডলার

মার্চে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩২৯ কোটি ডলার

বাংলাদেশে মার্চ মাসে রেকর্ড ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

১ দিন আগে

পাল্টা শুল্ক: আগামী ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ

পাল্টা শুল্ক: আগামী ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

১ দিন আগে

আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ

আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ

২০২৪ সালের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

১ দিন আগে