
প্রতিবেদক, বিডিজেন

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার (২৮ জানুয়ারি) বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপের দরজা খুলে যায় বাংলাদেশের।
একই গ্রুপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের ডিএল পদ্ধতিতে ২১ রানের জয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার দিলারা আক্তার। এরপর তিনে নেমে মাত্র ১১ রান করে ফেরেন শারমিন আক্তার। ১২ রানে দুই উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দলকে টেনে তোলেন দুই তরুণ ব্যাটার–জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।
তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮২ বলে ১১০ রানের জুটি। ৪৫ বলে ৫৬ রান করে আউট হন জুয়াইরিয়া–যেখানে ছিল ৩ চার ও ৪ ছক্কা। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে স্বর্ণা আক্তারের সঙ্গে নিজের নাম লেখান তিনি। অপরদিকে সোবহানা ৪২ বলে করেন ৫৯ রান।
শেষদিকে রিতু মনির ঝড়ো ৬ বলে ১৫ রানে বাংলাদেশ থামে ১৬৫ রানে।
জবাবে থাইল্যান্ড শুরুতেই ধাক্কা খায় মারুফা আক্তারের বলে সুয়ানান খাইওতোকে হারিয়ে। এরপর নানাপাত ও নাত্থাকানের ৬৭ রানের জুটি শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ড থামে ১২৬ রানে।
বাংলাদেশের হয়ে মারুফা নেন ৩ উইকেট। স্বর্ণা ও রিতু মনির ঝুলিতে ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সোবহানা মোস্তারি।
বাংলাদেশের পরের ম্যাচ ৩০ জানুয়ারি, স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)।
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)।
ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা: সোবহানা মোস্তারি

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার (২৮ জানুয়ারি) বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপের দরজা খুলে যায় বাংলাদেশের।
একই গ্রুপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের ডিএল পদ্ধতিতে ২১ রানের জয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার দিলারা আক্তার। এরপর তিনে নেমে মাত্র ১১ রান করে ফেরেন শারমিন আক্তার। ১২ রানে দুই উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দলকে টেনে তোলেন দুই তরুণ ব্যাটার–জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।
তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮২ বলে ১১০ রানের জুটি। ৪৫ বলে ৫৬ রান করে আউট হন জুয়াইরিয়া–যেখানে ছিল ৩ চার ও ৪ ছক্কা। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে স্বর্ণা আক্তারের সঙ্গে নিজের নাম লেখান তিনি। অপরদিকে সোবহানা ৪২ বলে করেন ৫৯ রান।
শেষদিকে রিতু মনির ঝড়ো ৬ বলে ১৫ রানে বাংলাদেশ থামে ১৬৫ রানে।
জবাবে থাইল্যান্ড শুরুতেই ধাক্কা খায় মারুফা আক্তারের বলে সুয়ানান খাইওতোকে হারিয়ে। এরপর নানাপাত ও নাত্থাকানের ৬৭ রানের জুটি শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ড থামে ১২৬ রানে।
বাংলাদেশের হয়ে মারুফা নেন ৩ উইকেট। স্বর্ণা ও রিতু মনির ঝুলিতে ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সোবহানা মোস্তারি।
বাংলাদেশের পরের ম্যাচ ৩০ জানুয়ারি, স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৮ (জুয়াইরিয়া ৫৬, সোবহানা ৫৯, রিতু ১৫, শারমিন ১১; পুত্থাওয়াং ৩/২২, ওনিচা ২/২৯)।
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৬/৮ (চ্যান্থাম ৪৬, চাইউই ৩০, কোনচারোয়নকাই ২৯; মারুফা ৩/২৫, রিতু ২/২০, স্বর্ণা ২/২১)।
ফল: বাংলাদেশ ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা: সোবহানা মোস্তারি
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।
মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী পৃথিবী মৌলিকভাবে ভিন্ন হবে। আজ যা আমরা কল্পনাও করতে পারছি না, সেটাই বাস্তবতায় পরিণত হবে। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। এই বৈশ্বিক গতির সঙ্গে যদি আমরা নিজেদের গতি বাড়াতে ও সামঞ্জস্য আনতে না পারি, তাহলে আমরা কতটা পিছিয়ে পড়ব, তা ভেবে দেখা দরকার।”
লক্ষ্মীপুর জেলার মাকসুদুর রহমানকে মানব পাচারকারীরা প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়ার একটি সামরিক ক্যাম্পে ‘পরিচ্ছন্নতাকর্মী’ হিসেবে কাজ দেওয়ার। কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি নিজেকে আবিষ্কার করেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জীবন-মরণ সন্ধিক্ষণে, একেবারে সম্মুখসারিতে। মাকসুদুরের মতো এমন অনেক বাংলাদেশির ভাগ্য
ধারণা করা হচ্ছে, বাসযাত্রার সময় অজ্ঞান পার্টির সদস্যরা নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে কামরুল ইসলামের লাগেজ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার কাছে কেবল কাঁধের একটি ব্যাগ ও বেল্টের ছোট ব্যাগটি ছিল। ওই বেল্ট ব্যাগ থেকেই তার পাসপোর্ট উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলার মাকসুদুর রহমানকে মানব পাচারকারীরা প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়ার একটি সামরিক ক্যাম্পে ‘পরিচ্ছন্নতাকর্মী’ হিসেবে কাজ দেওয়ার। কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি নিজেকে আবিষ্কার করেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জীবন-মরণ সন্ধিক্ষণে, একেবারে সম্মুখসারিতে। মাকসুদুরের মতো এমন অনেক বাংলাদেশির ভাগ্য
৪ ঘণ্টা আগে