logo
খবর

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে মার্চে ৩টি বিশেষ ফ্লাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ মার্চ ২০২৫
Copied!
লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে মার্চে ৩টি বিশেষ ফ্লাইট
লিবিয়ার মানচিত্র

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে চলতি মার্চ মাসে ৩টি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ত্রিপোলিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি (প্রথম) ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপোলি থেকে যথাক্রমে ২টি (দ্বিতীয় ও তৃতীয়) ফ্লাইট পরিচালনা করা হবে।

দূতাবাস জানিয়েছে, আইওএম প্রাথমিকভাবে এই ৩টি প্রত্যাবাসন ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করেছে এবং প্রস্থান ভিসা (খুরুজ নিহাই) প্রাপ্তি ও লিবিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

আইওএম এই ফ্লাইটগুলোর মাধ্যমে ত্রিপোলি ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের প্রত্যাবাসন সহজতর করার লক্ষ্যে কাজ করছে।

এদিকে ত্রিপোলিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস বেনগাজি থেকে অন্য নিবন্ধিত অভিবাসী ও নতুন আগ্রহীদের নিরাপদে ও দ্রুত দেশে ফেরত আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দূতাবাস সংশ্লিষ্ট সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে, বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য তারা সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

আরও দেখুন

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৩ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৪ দিন আগে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

৪ দিন আগে