বিডিজেন ডেস্ক
আওয়ামী লীগের কুমিল্লা মহানগর শাখার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
খবর ইউএনবির।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্টের আন্দোলনে কবিরের সক্রিয় ভূমিকা ছিল। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টার পাশাপাশি ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচি সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। এ ছাড়া, কবিরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘আজ (শুক্রবার) কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
আওয়ামী লীগের কুমিল্লা মহানগর শাখার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
খবর ইউএনবির।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, গত জুলাই-আগস্টের আন্দোলনে কবিরের সক্রিয় ভূমিকা ছিল। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টার পাশাপাশি ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল কর্মসূচি সফল করতে তিনি সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। এ ছাড়া, কবিরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘আজ (শুক্রবার) কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
কক্সবাজারে ছুরিকাঘাতে উম্মে হাফছা নামের এক নারী নিহত হয়েছেন। একই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন তাঁর মা পারভীন আক্তারও। দুজনকে বসতঘরে ঢুকে ছুরিকাঘাত করা হয়।
বাংলাদেশের জন্য ২০২৫ সালে ৫টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। ডব্লিউইএফের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২৫–এ এমন তথ্য উঠে এসেছে। ১৫ জানুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
এক দিনেই ১৭ হাজার দর্শনার্থী টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন। বুধবার পর্যন্ত ১১ দিনে অনলাইনে টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩৮ জন দর্শনার্থী। এ ছাড়া সার্ভারের ত্রুটির কারণে সরাসরি টিকিট কেটে প্রবেশ করেছেন আরও অন্তত ১ হাজার মানুষ।
আওয়ামী লীগের কুমিল্লা মহানগর শাখার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং ছাত্রলীগের কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।