logo
খবর

ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ

প্রতিবেদক, বিডিজেন১২ মার্চ ২০২৫
Copied!
ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ
মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। কোলাজ

ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। গত সোমবার (১০ মার্চ) প্রকাশ পেয়েছে এবারের মনোনয়নের তালিকা। তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন শিল্পী। জয়া আহসানের সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এ নিয়ে টানা সপ্তমবারের মতো মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন জয়া আহসান।

‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা ৭ বার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে ৪টি ফিল্মফেয়ার। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন কৌশানী মুখার্জি (বহুরূপী), অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য), ঐন্দ্রিলা সেন (মির্জা) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের আরেক অভিনেতা মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

এ বিভাগে চঞ্চল ও মোশাররফের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন), আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি পরীমনি

হাসপাতালে ভর্তি পরীমনি

গত ১০ আগস্ট ঢাকার একটি হোটেলে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। এই আয়োজনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, সন্তানসহ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

২ ঘণ্টা আগে

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে নতুন কাউন্সেলর নিয়োগ

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে নতুন কাউন্সেলর নিয়োগ

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে উপসচিব মো. কামরুল ইসলামকে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায়

সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায়

মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

১ দিন আগে

বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১ দিন আগে