logo
খবর

ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ

প্রতিবেদক, বিডিজেন১২ মার্চ ২০২৫
Copied!
ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ
মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। কোলাজ

ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। গত সোমবার (১০ মার্চ) প্রকাশ পেয়েছে এবারের মনোনয়নের তালিকা। তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন শিল্পী। জয়া আহসানের সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এ নিয়ে টানা সপ্তমবারের মতো মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন জয়া আহসান।

‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা ৭ বার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে ৪টি ফিল্মফেয়ার। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন কৌশানী মুখার্জি (বহুরূপী), অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য), ঐন্দ্রিলা সেন (মির্জা) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের আরেক অভিনেতা মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

এ বিভাগে চঞ্চল ও মোশাররফের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন), আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)।

আরও পড়ুন

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরিদপ্তরের উপপরিচালক মিঠু ভৌমিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

৭ ঘণ্টা আগে

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

১ দিন আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে