বিডিজেন ডেস্ক
ফারহান ফাইয়াজরা যতদিন আছে, তত দিন ছাত্রলীগ ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ দেশে খুনিদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা। ১৮ জুলাই শহীদ হয় রেসিডেন্সিয়ার কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের স্মরণে ‘স্মৃতি অমলিন’ অনুষ্ঠানের আয়োজন করে রেসিডেন্সিয়াল কলেজ। শ্রদ্ধা জানানো হয় ফারহান ফাইয়াজসহ সকল জুলাই শহীদদের।
শহীদদের স্মরণে পরিবেশন করা হয় প্রতিবাদী গান ও নাটক। তুলে ধরা হয় জুলাইয়ের বিভীষিকাময় চিত্র।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিশুদ্ধ হয়েছে। তিনি মন্তব্য করেন, খুনিদের ফিরে আসার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।
শফিকুল আলম বলেন, ‘বিচার কাজ শুরু হয়েছে, ইনভেস্টিগেশন হচ্ছে, একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে। আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর যারা অ্যাটাক করেছিল, ছাত্রলীগ তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন। কিন্তু ফাইয়াজরা যতদিন আমাদের সঙ্গে আছে, এটা জীবনে ফিরবে না। খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।’
ফারহান ফাইয়াজরা যতদিন আছে, তত দিন ছাত্রলীগ ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ দেশে খুনিদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা। ১৮ জুলাই শহীদ হয় রেসিডেন্সিয়ার কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের স্মরণে ‘স্মৃতি অমলিন’ অনুষ্ঠানের আয়োজন করে রেসিডেন্সিয়াল কলেজ। শ্রদ্ধা জানানো হয় ফারহান ফাইয়াজসহ সকল জুলাই শহীদদের।
শহীদদের স্মরণে পরিবেশন করা হয় প্রতিবাদী গান ও নাটক। তুলে ধরা হয় জুলাইয়ের বিভীষিকাময় চিত্র।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিশুদ্ধ হয়েছে। তিনি মন্তব্য করেন, খুনিদের ফিরে আসার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।
শফিকুল আলম বলেন, ‘বিচার কাজ শুরু হয়েছে, ইনভেস্টিগেশন হচ্ছে, একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে। আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর যারা অ্যাটাক করেছিল, ছাত্রলীগ তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন। কিন্তু ফাইয়াজরা যতদিন আমাদের সঙ্গে আছে, এটা জীবনে ফিরবে না। খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।’
‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’
মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকায় অবৈধভাবে অবস্থানরত ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটককৃতদের মধ্য থেকে ইতিমধ্যে ১৮৮ জন দেশে ফিরে এলেও এখনো আবুধাবি কারাগারে আটক আছে ২৫ জন প্রবাসী। তাদের মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কুটনৈতিক ও আইনী প্রচেষ্টা অব্যাহত রেখেছে।