সংবাদদাতা, সিলেট
সিলেট জেলার গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো–বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
খলকুর রহমান বলেন, স্ত্রী ও দুই শিশু নিয়ে ইয়াজ উদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ ইয়াজ উদ্দিনের আধাপাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে ৪ জন মাটি চাপা পড়ে মারা যায়।
একই রাতে উপজেলার চৌধুরী বাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে।
সিলেট জেলার গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো–বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।
খলকুর রহমান বলেন, স্ত্রী ও দুই শিশু নিয়ে ইয়াজ উদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ ইয়াজ উদ্দিনের আধাপাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে ৪ জন মাটি চাপা পড়ে মারা যায়।
একই রাতে উপজেলার চৌধুরী বাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে, গেল কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে।
ইউরোপের দেশ ইতালিতে পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ (১২) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।