logo
খবর

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সংবাদদাতা, সিলেট০১ জুন ২০২৫
Copied!
সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত
সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলভিশন

সিলেট জেলার গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো–বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। 

খলকুর রহমান বলেন, স্ত্রী ও দুই শিশু নিয়ে ইয়াজ উদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ ইয়াজ উদ্দিনের আধাপাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে ৪ জন মাটি চাপা পড়ে মারা যায়।

একই রাতে উপজেলার চৌধুরী বাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে।

আরও দেখুন

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৩ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৪ দিন আগে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা-কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন আজ রাতে শুরু হচ্ছে

আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

৪ দিন আগে