logo
খবর

দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারি জিতেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ সুলতান ফাহাদ (২০)। সেই লক্ষ্যে ঘাটাইলের সাগরদিঘি বাজারে একটি প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখতে যেতেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর প্রথম আলো অনলাইনের।

স্বজন ও এলাকাবাসীরা আফসোস করে বলছেন, স্বপ্নবাজ এই তরুণের আর কোরিয়া যাওয়া হলো না। দুর্ঘটনায় ফাহাদের আরেক ভাই শাহ পরান গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ ও পরান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফাহাদ ও পরান সাগরদিঘি বাজারে কোরিয়ান ভাষার ক্লাস করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে কামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই শাহ পরান সামান্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজ (শুক্রবার) সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, শাহ সুলতান এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

পাহাড়ে বর্ষবরণের প্রস্তুতি, কাল শুরু চার দিনব্যাপী বৈসাবি উৎসব

পাহাড়ে বর্ষবরণের প্রস্তুতি, কাল শুরু চার দিনব্যাপী বৈসাবি উৎসব

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবি আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) শুরু হচ্ছে। পাহাড়িদের প্রধানতম এই সামাজিক ও ধর্মীয় উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

শ্রীপুরে আগুনে পুড়ে গেছে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার

শ্রীপুরে আগুনে পুড়ে গেছে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার

অগ্নিকাণ্ডে ট্রেনের মাঝে থাকা পাওয়ার কার বগির জেনারেটর ও অন্য যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে বেলা ১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এর আগে বেলা ১১টা থেকে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

৮ ঘণ্টা আগে

ট্রাম্পের শুল্কারোপের সমালোচনায় বিশ্বনেতারা

ট্রাম্পের শুল্কারোপের সমালোচনায় বিশ্বনেতারা

বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্কারোপ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেছেন বিশ্বনেতারা। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইতালির জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার অ্যালবানিজও রয়েছেন।

১০ ঘণ্টা আগে

১০ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কাল ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

১০ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, কাল ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশে কয়েক দিন ধরেই বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে, তাপপ্রবাহের অঞ্চল পরিধি বেড়ে ১০টি জেলায় সম্প্রসারিত হয়েছে।

১১ ঘণ্টা আগে