logo
খবর

দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারি জিতেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ সুলতান ফাহাদ (২০)। সেই লক্ষ্যে ঘাটাইলের সাগরদিঘি বাজারে একটি প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখতে যেতেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর প্রথম আলো অনলাইনের।

স্বজন ও এলাকাবাসীরা আফসোস করে বলছেন, স্বপ্নবাজ এই তরুণের আর কোরিয়া যাওয়া হলো না। দুর্ঘটনায় ফাহাদের আরেক ভাই শাহ পরান গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ ও পরান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফাহাদ ও পরান সাগরদিঘি বাজারে কোরিয়ান ভাষার ক্লাস করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে কামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই শাহ পরান সামান্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজ (শুক্রবার) সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, শাহ সুলতান এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

হার মানা হার

হার মানা হার

যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।

১ দিন আগে

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

২ দিন আগে

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।

২ দিন আগে