logo
খবর

দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ নভেম্বর ২০২৪
Copied!
দক্ষিণ কোরিয়া যাওয়া হলো না সুলতানের, ট্রাকের ধাক্কায় মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া যাওয়ার লটারি জিতেছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ সুলতান ফাহাদ (২০)। সেই লক্ষ্যে ঘাটাইলের সাগরদিঘি বাজারে একটি প্রতিষ্ঠানে কোরিয়ান ভাষা শিখতে যেতেন। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

খবর প্রথম আলো অনলাইনের।

স্বজন ও এলাকাবাসীরা আফসোস করে বলছেন, স্বপ্নবাজ এই তরুণের আর কোরিয়া যাওয়া হলো না। দুর্ঘটনায় ফাহাদের আরেক ভাই শাহ পরান গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ ও পরান সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে ফাহাদ ও পরান সাগরদিঘি বাজারে কোরিয়ান ভাষার ক্লাস করে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টার দিকে কামালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই শাহ পরান সামান্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আজ (শুক্রবার) সকালে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, শাহ সুলতান এলাকায় নম্র-ভদ্র ছেলে হিসেবে পরিচিত। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় এ কথা বলেন।

১৮ ঘণ্টা আগে

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া, মামলা থেকে খালাস পেয়েছে ৪ জন।

১ দিন আগে

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে।

১ দিন আগে