বিডিজেন ডেস্ক
ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর ডেইলি স্টার বাংলার।
শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা
ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর ডেইলি স্টার বাংলার।
শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে হত্যা মামলায় ৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রায় এক বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী ১৪ মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধিদল। ২১ মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা।