বিডিজেন ডেস্ক
ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর ডেইলি স্টার বাংলার।
শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা
ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে ২ নারীর ওপর হামলা এবং ১ জনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খবর ডেইলি স্টার বাংলার।
শনিবার (১৮ জানুয়ারি) চুনারুঘাট থানায় মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পারভেজ মিয়া (২৫) অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, হামলার শিকার ১৭ ও ১৮ বছরের ২ নারী ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাদের একজনের বিয়ের জন্য গত বুধবার (১৫ জানুয়ারি) তারা বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে নবীগঞ্জ উপজেলায় বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। যাত্রীদের নিষেধ সত্ত্বেও অটোরিকশাচালক পথে ৩ যুবককে অটোরিকশায় তোলেন। চুনারুঘাটে নিয়ে ১ জনকে সংঘষবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। অপর কিশোরী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে গ্রামবাসীর সহায়তায় তারা বাড়িতে পৌঁছায়।
শনিবার চুনারুঘাট থানায় ৪ জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালককে শনাক্ত করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সূত্র: ডেইলি স্টার বাংলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এমনটাই জানিয়েছেন।
টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান।
জয়া আহসান অভিনীত 'ডিয়ার মা' সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। মাত্র ৩ দিনে প্রায় ৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং মুক্তির প্রথম দিনের আয় ১১ হাজার ১০০ ডলার।
২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। কিন্তু কিছুদিন পর হঠাৎ ১০ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের ইতি টেনে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন নুসরাত ফারিয়া।