বিডিজেন ডেস্ক
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক যুবকের ২ হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতকাটা নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তার নাম মো. হানিফ (৩৫)।
খবর আজকের পত্রিকার।
সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে মো. হানিফের লাশ উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের মা বালি বিয়া (৭০) বলেন, ‘আমাদের গ্রামের আহমদ উল্লাহর ছেলে চোরাকারবারি করিম জুনা ও তার সহযোগীরা ঘটনার দিন সন্ধ্যায় হানিফকে ঘর থেকে ডেকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে কুপিয়ে ২ হাত কেটে হত্যা করেছে। সন্ধ্যা ৭টার দিকে হানিফের দুই বন্ধু ফারুক ও রিয়াজ আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের ২ হাত কাটা অবস্থায় লাশ দেখতে পাই। ময়নাতদন্ত শেষে (মঙ্গলবার) বাদ আসর জানাজা শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এক যুবকের ২ হাত কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতকাটা নিহত যুবক উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। তার নাম মো. হানিফ (৩৫)।
খবর আজকের পত্রিকার।
সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে মো. হানিফের লাশ উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের মা বালি বিয়া (৭০) বলেন, ‘আমাদের গ্রামের আহমদ উল্লাহর ছেলে চোরাকারবারি করিম জুনা ও তার সহযোগীরা ঘটনার দিন সন্ধ্যায় হানিফকে ঘর থেকে ডেকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে কুপিয়ে ২ হাত কেটে হত্যা করেছে। সন্ধ্যা ৭টার দিকে হানিফের দুই বন্ধু ফারুক ও রিয়াজ আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের ২ হাত কাটা অবস্থায় লাশ দেখতে পাই। ময়নাতদন্ত শেষে (মঙ্গলবার) বাদ আসর জানাজা শেষে হানিফের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আজ রোববার (১৮ মে) এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।'
আওয়ামী লীগের দোসর নয়, হয়তো সমর্থন করে, এমন ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।