logo
খবর

'জুলাই ঘোষণা' নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জানুয়ারি ২০২৫
Copied!
'জুলাই ঘোষণা' নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক
ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। ছবি: সংগৃহীত

'জুলাই ঘোষণা' নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো।

বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্দোলনে অংশ নেওয়া সব দলের অবদানের স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক 'জুলাই ঘোষণা' নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে।

তিনি বলেন, ‘সবার অবদানের স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সময় আরও লাগতে পারে, তবে সময় যেন নষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।/

আসিফ নজরুল বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণার ওপর একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। অন্তর্বর্তী সরকার আজ বিকেলে 'জাতীয় ঐকমত্যের' ভিত্তিতে 'জুলাই ঘোষণা' চূড়ান্ত করতে 'সর্বদলীয় বৈঠকে' বসেছিল।

ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিষয়ে একটি ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়া শুরু করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মতে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা জনগণের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এই ঘোষণাপত্র গৃহীত হবে, যা তার ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিকে প্রতিফলিত করবে।

খসড়ায় গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত করা হবে।

এই ঘোষণাপত্রে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঐক্যের ভিত্তি ও জনগণের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে বলে জানিয়েছে প্রেস উইং।

সরকার আশা করছে যে, ঘোষণাপত্রটি সকল অংশীজনের অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে।

বৈঠকের পর বিএনপি নেতা সালাহউদ্দিনের মন্তব্য

সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে আজ সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। সবাই তাদের মতামত ও পরামর্শ দিয়েছে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কি না। যদি থেকে থাকে তাহলে তার রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছি, যেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল না ধরে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় তাহলে তাকে আমরা অবশ্যই সম্মান করি। সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হয় এবং আলোচনা করা হয়।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টাকে এসব বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছি, যেন জাতীয় ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয়, যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়।”

জামায়াত নেতা গোলাম পরওয়ারের মন্তব্য

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাড়াহুড়া করলে জুলাই গণ–অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। তিনি বলেন, “তবে খুব বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, ষড়যন্ত্রের সুযোগ বা চক্রান্তের জন্য যারা অপেক্ষা করে, সেই সুযোগ তারা যেন না পায়। দেরি না করে এ উদ্যোগ দ্রুত শুরু করা উচিত।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে একটা খসড়া পাঠানো হয়েছে৷ আজকের আলোচনায় প্রতিটি দলের এবং বিশিষ্টজনের মতামত চাওয়া হয়েছে৷ তবে বিস্তারিত আলোচনা হয়নি। একটা কথা মোটা দাগে বলতে পারি, প্রতিটি দল একটা ঘোষণাপত্র যে হওয়া প্রয়োজন, সেটা অনুভব করেছে। তবে তাড়াহুড়া করলে গণ-অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে ঘোষণাপত্র তৈরিতে ভুলভ্রান্তি হতে পারে। সময় নিতে হবে।”

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীনের মন্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে কিছু পর্যালোচনাসহ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত ও শব্দচয়নে সবার আলোচনা প্রয়োজন। সেটার জন্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে। তিনি সময়ক্ষেপণের বিষয়ে লক্ষ রাখতে বলেছেন, যাতে কালবিলম্ব না হয়। আবার যেন দ্রুতগতিতেও না হয়ে মাঝামাঝি সময়ে ঐকমত্যে পৌঁছে সুন্দর একটি জিনিস প্রকাশ করা যায়, সে বিষয়ে সবাই একমত হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হতে হলে এই দলিল ছাড়া তা সম্ভব নয়।

তিনি বলেন, “আমরা সবাই একটা পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছি। বৈঠকে আলটিমেটামের কথা এসেছিল, কিন্তু নির্দিষ্ট করে আলটিমেটাম দেওয়া হয়নি। তবে এ বিষয়ে সবাই সম্মত হয়েছেন যে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়; দ্রুততম সময়ের মধ্যে পর্যবেক্ষণ নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।”

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এ ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তখন এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল। অবশ্য পরে ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওই রাতে বৈঠক করে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

ওই সময়সীমা শেষ হওয়ার পরদিন ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আজ রোববার (১৮ মে) এই ফি নির্ধারণ করে দিয়েছে। এর বাইরে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ বাড়তি কোনো অর্থ আদায় করা যাবে না।

২২ মিনিট আগে

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

৩০ মিনিট আগে

সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে, জনগণ জানতে চায়: রিজভী

সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে, জনগণ জানতে চায়: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।'

১৭ ঘণ্টা আগে

দোসর নয়, আওয়ামী লীগ সমর্থন করে, এমন ব্যক্তির বিএনপির সদস্য হতে বাধা নেই: আমীর খসরু

দোসর নয়, আওয়ামী লীগ সমর্থন করে, এমন ব্যক্তির বিএনপির সদস্য হতে বাধা নেই: আমীর খসরু

আওয়ামী লীগের দোসর নয়, হয়তো সমর্থন করে, এমন ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

১৭ ঘণ্টা আগে