logo
খবর

আমাদের স্বার্থ, জনগণের স্বার্থ বিঘ্নিত হলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল

প্রতিবেদক, বিডিজেন৩০ মার্চ ২০২৫
Copied!
আমাদের স্বার্থ, জনগণের স্বার্থ বিঘ্নিত হলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে 'দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর বাড্ডায় মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, 'আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে—আপনাদেরকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেবো না। খুব পরিষ্কার কথা।'

নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে। সুখ-দু:খে তাদের পাশে দাঁড়াচ্ছি।'

'কিন্তু আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে,' যোগ করেন তিনি।

মাঠে নামার' জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলেন তিনি। 

বিদেশি ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, আমরা কারওর পক্ষে না। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি।'  

বক্তব্যের একপর্যায়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ওপর চলা দমন-নিপীড়ন নিয়েও কথা বলেন তিনি। 

'(বিএনপির) ৯০ শতাংশ নেতাকর্মীকে জেলে নিয়েছিল। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মীকে হত্যা করেছে। প্রায় ১ হাজার ৭০০ নেতা-কর্মীকে গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবী মামলা দিয়েছিল,' বলেন মির্জা ফখরুল। 

তবে বিএনপি 'সেই অবস্থা' পার করে এসেছে বলে মন্তব্য করেন তিনি। 

এই বিএনপি নেতা আরও বলেন, 'আল্লাহ তা'লার কাছে হাজারো শুকরিয়া আদায় করি। অলৌকিক শক্তির মাধ্যমে তিনি যেন হঠাৎ করে একদিন হাসিনাকে গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তা'লার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন, সেখান থেকে মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে আমরা এসে দাঁড়িয়েছি।' 

বাড্ডার মাদানি সড়কে বেরাইদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করে ঢাকা বিএনপির মহানগর উত্তর শাখার ৪২ নম্বর ওয়ার্ড। অনুষ্ঠানে নিম্নআয়ের মানুষের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়।

বিএনপির মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে হওয়া এ অনুষ্ঠানে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম বক্তব্য দেন।

আরও পড়ুন

সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে, জনগণ জানতে চায়: রিজভী

সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে, জনগণ জানতে চায়: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, 'কখন আপনার সংস্কার শেষ হবে, কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা জনগণ জানতে চায়।'

৪ ঘণ্টা আগে

দোসর নয়, আওয়ামী লীগ সমর্থন করে, এমন ব্যক্তির বিএনপির সদস্য হতে বাধা নেই: আমীর খসরু

দোসর নয়, আওয়ামী লীগ সমর্থন করে, এমন ব্যক্তির বিএনপির সদস্য হতে বাধা নেই: আমীর খসরু

আওয়ামী লীগের দোসর নয়, হয়তো সমর্থন করে, এমন ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৫ ঘণ্টা আগে

র‍্যাব পরিচয়ে অপহরণ, দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ

র‍্যাব পরিচয়ে অপহরণ, দুই প্রবাসীর ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের ফেরিঘাট এলাকা থেকে র‍্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন—জমিস শেখ ও সুজন খান।

৬ ঘণ্টা আগে

তরুণ উদ্যোক্তা গড়তে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

তরুণ উদ্যোক্তা গড়তে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

ক্ষুদ্রঋণের সাফল্যের কথা তুলে ধরে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তিনি ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি’ আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছেন।

১২ ঘণ্টা আগে