logo
খবর

৪ লাখ কোটি টাকা আয়ের বিপরীতে বাজেটে প্রবাসী খাতে বরাদ্দ মাত্র ৮৫৫ কোটি টাকা: তাসনিম সিদ্দিকী

প্রতিবেদক, বিডিজেন১ দিন আগে
Copied!
৪ লাখ কোটি টাকা আয়ের বিপরীতে বাজেটে প্রবাসী খাতে বরাদ্দ মাত্র ৮৫৫ কোটি টাকা: তাসনিম সিদ্দিকী
বক্তব্য দিচ্ছেন তাসনিম সিদ্দিকী। ছবি: বিডিজেন

গত এক বছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৪ লাখ কোটি টাকারও (৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার) বেশি। কিন্তু ২০২৫–২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য মাত্র ৮৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগের বছর বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ১৪০ কোটি টাকা। যেখানে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রে অভিবাসন খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়, সেখানে বাজেটে বরাদ্দ আগের তুলনায় কমিয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক।

এসব কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী।

আজ বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

অভিবাসন প্রক্রিয়ায় সুশাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে নীতি ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

তাসনিম সিদ্দিকী বলেন, আমাদের দেশ থেকে বিদেশ যান মূলত অদক্ষ ও আধাদক্ষ কর্মী। কিন্তু দক্ষতা বাড়ানোর জন্য কাজ হচ্ছে না। এটির জন্য দায়ী বাজেট সমস্যা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, মোট বাজেটের এক শতাংশ বাজেট এই খাতে দিতে হবে। তাহলে এই খাতের উন্নয়ন করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারে অর্ধেকসংখ্যক প্রশিক্ষক নেই। এ ছাড়া. আমাদের কারিগরি স্কুল নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারিনি। ফলে দক্ষতা বাড়িয়ে নিরাপদ অভিবাসনের কাজ হচ্ছে না।

তাসনিম সিদ্দিকী বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও দীর্ঘদিন আমাদের দেশের সঙ্গে অন্য দেশের কর্মী নেওয়ার চুক্তি হয়নি। বর্তমান সরকার অবশ্য জাপানসহ একাধিক দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। তবে জাপানে যে পরিমাণ কর্মী যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। কারণ আমরা দক্ষ জনবল তৈরি করতে পারছি না।

অন্যদিকে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বিদেশে বসে ভোট প্রদানের সুযোগ। সেটি এই সরকার করতে পেরেছে।

রোহিঙ্গাদের বিষয় আরও জটিল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, রোহিঙ্গাদের পরিস্থিতি দেশের জন্য জটিল হতে যাচ্ছে। তাদের সহায়তার জন্য সার্বিকভাবে দাতার সংখ্যা কমে গেছে। এতে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। দ্রুত এই ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নতুন শ্রমবাজার সন্ধান না করার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে তাসনিম সিদ্দিকী বলেন, আসলে নতুন শ্রমবাজার খোঁজার চেয়ে জরুরি হলো কর্মীদের দক্ষতা বাড়ানো। এতে বিভিন্ন দেশের শ্রমবাজার বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী হবে।

সংবাদ সম্মেলনে তাসনিম সিদ্দিকী অভিবাসী খাতের উন্নয়নে রামরুর কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রস্তাবনায় বলা হয়, বিএমইটিকে একাধিক পরিদপ্তরবিশিষ্ট একটি অধিদপ্তরে রূপান্তরিত করা; অভিবাসন পরিচালনা সংক্রান্ত জ্ঞান সংরক্ষণ ও সেবার মানোন্নয়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য পৃথক ক্যাডার সার্ভিস চালু করা; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিলের অর্থ শুধুমাত্র অভিবাসীদের প্রত্যক্ষ সেবাদানে ব্যবহার করা এবং কল্যাণ বোর্ড পরিচালনার জন্য জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখা প্রয়োজন।

এ ছাড়া, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনার মানোন্নয়নে অভিজ্ঞ ব্যাংকারদের চেয়ারম্যান পদে নিয়োগের পূর্ববর্তী ব্যবস্থা ফিরিয়ে আনা। বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা; স্বার্থের সংঘাত এড়াতে সংসদ সদস্য থাকাকালে তার নিজের এবং পরিবারের সদস্যদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করা।

সংবাদ সম্মেলনে তাসনীম সিদ্দিকী একটি জরিপের তথ্য তুলে ধরেন। জরিপের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১১ লাখ ৩০ হাজার ৭৫৭ জন পুরুষ ও নারী কাজের জন্য বিদেশে গেছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১০ লাখ ১১ হাজার ৯৬৯ জন। জরিপ অনুযায়ী ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের অভিবাসীর সংখ্যা প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ড. শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. রাশেদ আলম, রামরুর সিনিয়র কমিউনিকেশন অফিসার মো. পারভেজ আলম ও প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা প্রমুখ।

আরও দেখুন

২ দিনের মধ্যে গ্রাহকের হিসাবে রেমিট্যান্স জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

২ দিনের মধ্যে গ্রাহকের হিসাবে রেমিট্যান্স জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের (অভ্যন্তরীণ প্রবাসী আয়) বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

৪ ঘণ্টা আগে

দেড় বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, নতুন শর্তে আবারও সিন্ডিকেটের আশঙ্কা

দেড় বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, নতুন শর্তে আবারও সিন্ডিকেটের আশঙ্কা

বেসরকারি রিক্রুটিং এজেন্সির কয়েকজন মালিক জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার নানা কারণে বন্ধ হলেও মূল সমস্যা হলো সিন্ডিকেট। ২০২৪ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর নতুন করে মালয়েশিয়া থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে তাতে আবার আগের সিন্ডিকেট সদস্যরাই শ্রমশক্তি পাঠানোর সুযোগ পাবেন।

৫ ঘণ্টা আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

গত মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ দিয়ে মোটরসাইকেলে চড়ে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

১১ ঘণ্টা আগে

সাধারণ মানুষদের জন্য দূতাবাসের সামনের দরজা খোলা থাকে না: ড. শহিদুল আলম

সাধারণ মানুষদের জন্য দূতাবাসের সামনের দরজা খোলা থাকে না: ড. শহিদুল আলম

শহিদুল আলম বলেন, অভিবাসীদের সবার আগে মানুষ হিসেব দেখা প্রয়োজন। আমি বিভিন্ন সময় নানা জায়গা ও দেশে গিয়েছি। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরসহ অনেক জায়গায় অভিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়, তাতে বোঝা যায় আমরা কীভাবে তাদের দেখি।

১ দিন আগে