বিডিজেন ডেস্ক
দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান তোলাটা তুলনামূলক সহজ। সেখানেই এক দিনে দুইবার অল-আউট বাংলাদেশ। এই পরাজয়ে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে দিনের শুরুতে ১০ রানেই বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট! ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন টেস্ট সংগ্রহ চোখ রাঙাচ্ছিল। সেখান থেকে উদ্ধারকাজ শুরু করেন মুমিনুল-তাইজুল জুটি।
রাবাদা-প্যাটারসনদের সামলে অবিচ্ছিন্ন জুটি গড়ে দুজনে মিলে লাঞ্চে গিয়ে পরে শতরানের জুটিও গড়েন। সেঞ্চুরির দিকে এগোতে থাকা মুমিনুলকে লাঞ্চের পরেই ফাঁদে ফেললেন মুথুসামি। তীক্ষ্ণ ঘূর্ণিতে এলবিডব্লিউ করে মুমিনুলকে ফেরান ১১২ বলে ৮২ রানের ইনিংসে। কিছুক্ষণ পরেই মহারাজকে ফিরতি ক্যাচ দিয়ে ৯৫ বলে তাইজুলের ৩০ রানের ইনিংস শেষ হলে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ প্রথম ইনিংস লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকানরা।
প্রথম ইনিংসে ৪১৬ রানের লিড নিয়ে বাংলাদেশকেই আরেকবার ব্যাটিংয়ে ডাকে দক্ষিণ আফ্রিকা। এবার আগের চেয়েও দ্রুত অল-আউট বাংলাদেশ। মাত্র ৪৩.৪ ওভারেই খেলা শেষ!
আলাদা করা বলার মতো কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের দলীয় সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেন ৯ নম্বরে নামা হাসান মাহমুদ। ৯৪ রানে ৮ উইকেট পড়ার পর নবম উইকেটে মাহিদুলের সঙ্গে ইনিংস–সর্বোচ্চ ৩৭ রানের জুটি গড়েন হাসান।
তার আগে ৪৭ রানে পঞ্চম উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন (৩৬) ও অভিষিক্ত মাহিদুল ইসলামের (২৯) ২৩ রানের জুটি গড়েছিলেন।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভুগেছে স্পিনে। দক্ষিণ আফ্রিকার দুই বাঁহাতি স্পিনার কেশব মহারাজ (৫/৫৯) ও সেনুরান মুতুসামি (৪/৪৫) মিলে নিয়েছেন ৯ উইকেট।
দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
দক্ষিণ আফ্রিকা-৫৭৫/৬ ডি. (ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬, মাল্ডার ১০৫*, তাইজুল ৫/১৯৮, রানা ১/৮৩)
বাংলাদেশ-১৫৯ (মুমিনুল ৮২, তাইজুল ৩০, রাবাদা ৫/৩৭, প্যাটারসন ২/৩১, মহারাজ ২/৫৭) ও ১৪৩ (হাসান ৩৮*, শান্ত ৩৬, মহারাজ ৫/৫৯, মুথুসামি ৪/৪৫)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭৩ রানে জয়ী।
দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান তোলাটা তুলনামূলক সহজ। সেখানেই এক দিনে দুইবার অল-আউট বাংলাদেশ। এই পরাজয়ে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে দিনের শুরুতে ১০ রানেই বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট! ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বনিম্ন টেস্ট সংগ্রহ চোখ রাঙাচ্ছিল। সেখান থেকে উদ্ধারকাজ শুরু করেন মুমিনুল-তাইজুল জুটি।
রাবাদা-প্যাটারসনদের সামলে অবিচ্ছিন্ন জুটি গড়ে দুজনে মিলে লাঞ্চে গিয়ে পরে শতরানের জুটিও গড়েন। সেঞ্চুরির দিকে এগোতে থাকা মুমিনুলকে লাঞ্চের পরেই ফাঁদে ফেললেন মুথুসামি। তীক্ষ্ণ ঘূর্ণিতে এলবিডব্লিউ করে মুমিনুলকে ফেরান ১১২ বলে ৮২ রানের ইনিংসে। কিছুক্ষণ পরেই মহারাজকে ফিরতি ক্যাচ দিয়ে ৯৫ বলে তাইজুলের ৩০ রানের ইনিংস শেষ হলে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ প্রথম ইনিংস লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকানরা।
প্রথম ইনিংসে ৪১৬ রানের লিড নিয়ে বাংলাদেশকেই আরেকবার ব্যাটিংয়ে ডাকে দক্ষিণ আফ্রিকা। এবার আগের চেয়েও দ্রুত অল-আউট বাংলাদেশ। মাত্র ৪৩.৪ ওভারেই খেলা শেষ!
আলাদা করা বলার মতো কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অলআউট হওয়া বাংলাদেশের দলীয় সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেন ৯ নম্বরে নামা হাসান মাহমুদ। ৯৪ রানে ৮ উইকেট পড়ার পর নবম উইকেটে মাহিদুলের সঙ্গে ইনিংস–সর্বোচ্চ ৩৭ রানের জুটি গড়েন হাসান।
তার আগে ৪৭ রানে পঞ্চম উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন (৩৬) ও অভিষিক্ত মাহিদুল ইসলামের (২৯) ২৩ রানের জুটি গড়েছিলেন।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভুগেছে স্পিনে। দক্ষিণ আফ্রিকার দুই বাঁহাতি স্পিনার কেশব মহারাজ (৫/৫৯) ও সেনুরান মুতুসামি (৪/৪৫) মিলে নিয়েছেন ৯ উইকেট।
দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
দক্ষিণ আফ্রিকা-৫৭৫/৬ ডি. (ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬, মাল্ডার ১০৫*, তাইজুল ৫/১৯৮, রানা ১/৮৩)
বাংলাদেশ-১৫৯ (মুমিনুল ৮২, তাইজুল ৩০, রাবাদা ৫/৩৭, প্যাটারসন ২/৩১, মহারাজ ২/৫৭) ও ১৪৩ (হাসান ৩৮*, শান্ত ৩৬, মহারাজ ৫/৫৯, মুথুসামি ৪/৪৫)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭৩ রানে জয়ী।
বন্ধ ঘোষণা করা ২টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।