বিডিজেন ডেস্ক
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি। আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) ৩টি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত।
টিউলিপের আইনজীবী স্টিফেনসন হারউড এক বিবৃতিতে বলেন, ‘তাঁর (টিউলিপ) বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। দুদক টিউলিপের চিঠির কোনো জবাব দেয়নি অথবা সরাসরি তার কাছে বা আইনজীবীর মাধ্যমেও অভিযোগের বিষয়ে কিছু জানায়নি। ঢাকার আদালতে হওয়া শুনানির বিষয়েও টিউলিপ কিছুই জানেন না। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়েও তার কোনো ধারণা নেই।’
এই আইনজীবী আরও বলেন, ‘পরিষ্কার ভাষায় বললে, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার কোনো কারণই নেই। তিনি অবৈধপন্থায় ঢাকায় প্লটের মালিক হয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা এমন অভিযোগের কোনো সত্যতা নেই। বাংলাদেশে তাঁর মালিকানায় কোনো জমি বা প্লট নেই। এটি পেতে তিনি কখনই তাঁর পরিবারের কোনো সদস্য বা অন্য কাউকে অনুরোধও করেননি। দুদক অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এটা পরিষ্কার যে অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি সংস্থাটি। প্রতিক্রিয়ায় গত ৬ এপ্রিল দুদক চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন জানান, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না।
আবদুল মোমেন বলেন, ‘আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবিলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালিখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতেই তা নির্ধারিত হবে।’
বিবিসি বলছে, যুক্তরাজ্যের তালিকায় বাংলাদেশ টু্বি এক্সট্রাডিশন রাষ্ট্র হিসেবে নথিভুক্ত। এর অর্থ হলো আইনি কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অভিযুক্তের বিরুদ্ধে স্পষ্ট তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে হবে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের অভিযোগের প্রেক্ষিতেই দুদক এই তদন্ত শুরু করে। আদালতে ববি হাজ্জাজের দেওয়া অভিযোগের নথি পর্যালোচনা করার কথাও বলা হয়েছে প্রতিবেদনটিতে।
দুদক চেয়ারম্যান মো. আবদুল মোমেন বিবিসিকে দেওয়া আগের একটি সাক্ষাৎকারে জানান, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক নয়। দুর্নীতির তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্ত করা হয়েছে।
আবদুল মোমেন বলেন, ‘বিষয়টি টিউলিপের বাংলাদেশের আদালতে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা উচিত। আমি তাঁকে স্বাগত জানাব এবং নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ আইনি সহায়তাও তিনি পাবেন।’
কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেন, ‘কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির জন্য আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার এমপি পদ থেকে তাৎক্ষণিক সরে যাওয়া উচিত। এটা খুবই অবাক করা বিষয় যে কিয়ার স্টারমার টিউলিপের জন্য তাঁর সরকারের দরজা খোলা রেখেছেন।’
আরও পড়ুন
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি। আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) ৩টি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত।
টিউলিপের আইনজীবী স্টিফেনসন হারউড এক বিবৃতিতে বলেন, ‘তাঁর (টিউলিপ) বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। দুদক টিউলিপের চিঠির কোনো জবাব দেয়নি অথবা সরাসরি তার কাছে বা আইনজীবীর মাধ্যমেও অভিযোগের বিষয়ে কিছু জানায়নি। ঢাকার আদালতে হওয়া শুনানির বিষয়েও টিউলিপ কিছুই জানেন না। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়েও তার কোনো ধারণা নেই।’
এই আইনজীবী আরও বলেন, ‘পরিষ্কার ভাষায় বললে, তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার কোনো কারণই নেই। তিনি অবৈধপন্থায় ঢাকায় প্লটের মালিক হয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা এমন অভিযোগের কোনো সত্যতা নেই। বাংলাদেশে তাঁর মালিকানায় কোনো জমি বা প্লট নেই। এটি পেতে তিনি কখনই তাঁর পরিবারের কোনো সদস্য বা অন্য কাউকে অনুরোধও করেননি। দুদক অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এটা পরিষ্কার যে অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি সংস্থাটি। প্রতিক্রিয়ায় গত ৬ এপ্রিল দুদক চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন জানান, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না।
আবদুল মোমেন বলেন, ‘আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবিলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালিখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতেই তা নির্ধারিত হবে।’
বিবিসি বলছে, যুক্তরাজ্যের তালিকায় বাংলাদেশ টু্বি এক্সট্রাডিশন রাষ্ট্র হিসেবে নথিভুক্ত। এর অর্থ হলো আইনি কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অভিযুক্তের বিরুদ্ধে স্পষ্ট তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে হবে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের অভিযোগের প্রেক্ষিতেই দুদক এই তদন্ত শুরু করে। আদালতে ববি হাজ্জাজের দেওয়া অভিযোগের নথি পর্যালোচনা করার কথাও বলা হয়েছে প্রতিবেদনটিতে।
দুদক চেয়ারম্যান মো. আবদুল মোমেন বিবিসিকে দেওয়া আগের একটি সাক্ষাৎকারে জানান, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক নয়। দুর্নীতির তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্ত করা হয়েছে।
আবদুল মোমেন বলেন, ‘বিষয়টি টিউলিপের বাংলাদেশের আদালতে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা উচিত। আমি তাঁকে স্বাগত জানাব এবং নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ আইনি সহায়তাও তিনি পাবেন।’
কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেন, ‘কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির জন্য আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার এমপি পদ থেকে তাৎক্ষণিক সরে যাওয়া উচিত। এটা খুবই অবাক করা বিষয় যে কিয়ার স্টারমার টিউলিপের জন্য তাঁর সরকারের দরজা খোলা রেখেছেন।’
আরও পড়ুন
চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি এ-ও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা।
মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, লাখ লাখ প্রবাসীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সরকার বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বিশেষ করে কনস্যুলেট জেনারেল অফিসগুলোতে জনবল বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।