
বিডিজেন ডেস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত সোমবার (১৪ এপ্রিল) তুরস্কের রাজথানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও ছিলেন।
বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বিভিন্ন অনিষ্পন্ন বিষয় দ্রুত সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করা বিষয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন সুযোগে, তুরস্কের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নতুন করে ঝালাই করে নেওয়ার এখনই অনন্য সুযোগ বলে দুই পক্ষ মতপ্রকাশ করে।

অত্যন্ত উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। যেমন, বৈঠকে হাকান ফিদান উল্লেখ করেন যে, বাংলাদেশকে তুরস্ক তার দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্রে প্রবেশাধিকার দেবে, যা শুধুমাত্র তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোর জন্য নির্ধারিত রয়েছে। এ ছাড়াও, বাংলাদেশকে সম্ভাব্য সবরকম সুবিধা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশও তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক, প্রতিরক্ষা এবং স্বাস্থ্য খাতে সম্পর্কোন্নয়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে, যা হবে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এবং অংশীদারত্বমূলক।বিজ্ঞপ্তি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত সোমবার (১৪ এপ্রিল) তুরস্কের রাজথানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও ছিলেন।
বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বিভিন্ন অনিষ্পন্ন বিষয় দ্রুত সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করা বিষয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন সুযোগে, তুরস্কের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নতুন করে ঝালাই করে নেওয়ার এখনই অনন্য সুযোগ বলে দুই পক্ষ মতপ্রকাশ করে।

অত্যন্ত উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। যেমন, বৈঠকে হাকান ফিদান উল্লেখ করেন যে, বাংলাদেশকে তুরস্ক তার দ্বিপক্ষীয় সহযোগিতার সকল ক্ষেত্রে প্রবেশাধিকার দেবে, যা শুধুমাত্র তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোর জন্য নির্ধারিত রয়েছে। এ ছাড়াও, বাংলাদেশকে সম্ভাব্য সবরকম সুবিধা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশও তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক, অর্থনৈতিক, বানিজ্যিক, প্রতিরক্ষা এবং স্বাস্থ্য খাতে সম্পর্কোন্নয়নে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে, যা হবে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের এবং অংশীদারত্বমূলক।বিজ্ঞপ্তি
বক্তারা জানান, নিরাপদ অভিবাসন পথ তৈরি এবং শক্তিশালী অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য। বৈশ্বিক ফোরামগুলোও এখন অভিবাসন শাসনব্যবস্থায় যুব অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। সারা বিশ্বে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন তরুণের দৃষ্টিভঙ্গি অভিবাসন নীতি ও আখ্যানকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।
সৌদি আরবের সঙ্গে হওয়া হজ চুক্তি অনুযায়ী আগামী বছর হজে মদিনা দিয়ে ২০ শতাংশ বাংলাদেশি হজযাত্রী গমন এবং ৩০ শতাংশ হজযাত্রীকে ফিরতে হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। পরের ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজারের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
জান্নাতুন বলেন, ‘‘এক কাপড়ে ছিলাম সেটা পরেই আসতে হয়েছে। কোম্পানি থেকে শেষ মাসের বেতন পাব, সেটাও পাইনি। আমাদের জামা–কাপড়সহ প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র ছিল, কিন্তু কিছুই নিয়ে আসতে পারিনি।

বক্তারা জানান, নিরাপদ অভিবাসন পথ তৈরি এবং শক্তিশালী অভিবাসন ব্যবস্থাপনা গঠনে তরুণদের অভিজ্ঞতা অপরিহার্য। বৈশ্বিক ফোরামগুলোও এখন অভিবাসন শাসনব্যবস্থায় যুব অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে। সারা বিশ্বে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন তরুণের দৃষ্টিভঙ্গি অভিবাসন নীতি ও আখ্যানকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে।
২ দিন আগে