logo
খবর

নোয়াখালীতে প্রবাসীকে অপহরণ করে মালামাল লুটের অভিযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ মার্চ ২০২৫
Copied!
নোয়াখালীতে প্রবাসীকে অপহরণ করে মালামাল লুটের অভিযোগ
অভিযুক্ত পারভেজ (বামে) ও কাতারপ্রবাসী শামসুল হুদা রাকিব। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় শামসুল হুদা রাকিব (৩৪) নামের এক কাতারপ্রবাসীকে অপহরণ করে পিটিয়ে নগদ টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের এক সাবেক নেতার বিরুদ্ধে। সংবাদ পেয়ে যৌথ বাহিনী প্রায় এক ঘণ্টা পর অপহৃত প্রবাসীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

খবর আজকের পত্রিকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী রাকিবের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে থানায় মামলাটি করেন। এর আগে বুধবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবদল নেতার নাম মো. পারভেজ (৩৭)। তিনি উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে এবং ওই ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি। অপহৃত প্রবাসী একই ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী রাকিব বুধবার বিকেলে কাতার থেকে দেশে ফেরার পর রাতেই ঢাকা থেকে বসুরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে তাঁর বাবা ও ছোট ভাই আগে থেকেই তাঁর অপেক্ষায় ছিলেন। এ সময় যুবদলের সাবেক নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ, দুলাল, লাবিবসহ অজ্ঞাতনামা কয়েকজন বাসস্ট্যান্ডে প্রবাসী রাকিব ও তাঁর বাবা শাহজাহানকে বেধড়ক মারধর করে ৬ হাজার রিয়াল, ৯০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে রাকিবকে তারা বাসস্ট্যান্ড থেকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার নবীপুর এলাকা থেকে অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল জানান, পারভেজ যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি। তাদের বাড়িতে জায়গাজমি নিয়ে পারভেজ ও রাকিবের মধ্যে পূর্ববিরোধ ছিল। তবে অপহরণ ও লুটপাটের বিষয়ে তিনি কিছুই জানেন না।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও পড়ুন

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় এ কথা বলেন।

১ দিন আগে

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া, মামলা থেকে খালাস পেয়েছে ৪ জন।

১ দিন আগে

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর

গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে।

১ দিন আগে