
বিডিজেন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমজাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীকে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমজাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীকে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।