
বিডিজেন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমজাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীকে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমজাদ হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেটের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৪ শিক্ষার্থী নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন।
এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা হয়। এতে অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী-সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীকে।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।
সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান।