logo
খবর

কামরুল ইসলাম ও আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
কামরুল ইসলাম ও আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আমির হোসেন আমু সাবেক (বাঁয়ে) ও মো. কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্ন মানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তাঁর নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। আরও আছে দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি। এ ছাড়াও নিজের নামে ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি ঘুষ নিয়েছেন। এ ছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারের কাজ করা ব্যক্তিদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। তাঁর নামে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকার বেশি। এ ছাড়া তাঁর নিজের নামে ২০ কোটি ৩২ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

এই দুজনের বিরুদ্ধে এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাঁদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নিয়েছেন। খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তাঁর নিজের নামে রাজধানীর ৪৮/১ নম্বর আজগর লেনে একটি চারতলা বাড়ি, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমি, দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি (নম্বর-ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫) রয়েছে। কামরুল ইসলাম নিজে ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। এ ছাড়া তিনি ও তাঁর অন্য আত্মীয়স্বজনের নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন।

আমির হোসেন আমু তাঁর নির্বাচনী এলাকা ঝালকাঠি-২-এ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগ দিয়ে কোটি কোটি ঘুষ নিয়েছেন। ঝালকাঠির এলজিইডি, শিক্ষাপ্রকৌশল ও গণপূর্ত অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারের কাজ করা ব্যক্তিদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করেছেন। ঢাকার ধানমন্ডি এলাকায় তাঁর নিজ নামে দুটি ফ্ল্যাট, মিরপুরে বাণিজ্যিক প্লট ও সাভারে অকৃষি জমি রয়েছে। তাঁর নামে ব্যাংক,আর্থিক প্রতিষ্ঠানে জমা ও বিনিয়োগ রয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকার বেশি। তাঁর নিজের নামে ২০ কোটি ৩২ লাখ টাকার বেশি স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া তিনি স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

আরও পড়ুন

জুলাই সনদ কখনোই সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না: গণফোরাম

জুলাই সনদ কখনোই সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না: গণফোরাম

জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল। এই রাজনৈতিক সমঝোতার দলিল কখনোই সংবিধানের ওপরে প্রাধান্য পেতে পারে না বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘এটাই আমাদের সবচেয়ে বড় আপত্তির একটি জায়গা।’

৬ ঘণ্টা আগে

আসনভিত্তিক বা সংখ্যানুপাতিক কোনোটিই একেবারে নিখুঁত নয়: বদিউল আলম মজুমদার

আসনভিত্তিক বা সংখ্যানুপাতিক কোনোটিই একেবারে নিখুঁত নয়: বদিউল আলম মজুমদার

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তারা কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব করেছেন। এর মধ্যে নিম্নকক্ষ হবে বর্তমান আসনভিত্তিক। আর উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর)। সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে।

৬ ঘণ্টা আগে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে: মির্জা ফখরুল

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে: মির্জা ফখরুল

গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে

শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১ দিন আগে