
বিডিজেন ডেস্ক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দিতে বাংলাদেশ–ভারত সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাইদুল ইসলাম (২৪)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলামসহ কয়েকজন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি নিয়ে যাচ্ছিলেন। এই সময় সাইদুল গুলিবিদ্ধ হন। পরে সাইদুলকে তাঁর সহযোগীরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুল ইসলামের পেটে গুলি লেগেছে। সাইদুলের লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সীমান্ত দিয়ে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়েছে বলে তারা শুনেছেন। তবে বিএসএফের গুলিতে সাইদুল মারা গেছেন, সেটি নিশ্চিত করতে পারেনি বিজিবি।
এই বিষয়ে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সাইদুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে আরও কয়েকজনকে নিয়ে সুপারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় লোকজন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছেন, তখন নাকি বিএসএফ সাইদুলকে গুলি করেছে। তবে বিজিবি এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি। এ জন্য বিশ্বম্ভরপুর উপজেলার বিজিবির মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দিতে বাংলাদেশ–ভারত সীমান্তে গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাইদুল ইসলাম (২৪)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলামসহ কয়েকজন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি নিয়ে যাচ্ছিলেন। এই সময় সাইদুল গুলিবিদ্ধ হন। পরে সাইদুলকে তাঁর সহযোগীরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, সাইদুল ইসলামের পেটে গুলি লেগেছে। সাইদুলের লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সীমান্ত দিয়ে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়েছে বলে তারা শুনেছেন। তবে বিএসএফের গুলিতে সাইদুল মারা গেছেন, সেটি নিশ্চিত করতে পারেনি বিজিবি।
এই বিষয়ে সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, সাইদুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে আরও কয়েকজনকে নিয়ে সুপারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় লোকজন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছেন, তখন নাকি বিএসএফ সাইদুলকে গুলি করেছে। তবে বিজিবি এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি। এ জন্য বিশ্বম্ভরপুর উপজেলার বিজিবির মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।