
প্রতিবেদক, বিডিজেন

আসছে দর্শকনন্দিত ওয়েব সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন সিজন। ঈদের দিন একসঙ্গে সিরিজটি দেখা যাবে বঙ্গ অ্যাপে।
সিরিজটির সর্বশেষ বা পঞ্চম সিজনের মুক্তি উপলক্ষে গতকাল রোববার (১ জুন) সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা, পরিচালক কাজল আরেফিন অমিসহ অনেকেই।
কাজল আরেফিন অমি বলেন, 'সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কী। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর “সিজন ৫” নিয়ে আসছি। এই সিরিজ করতে গিয়ে এক একটা বাধা পেয়েছি। চারিদিক থেকে আমাকে বলা হয়েছে তোমার নামে অনেক অভিযোগ। আর এই বাধাগুলো যেখানে পেয়েছি সেখান থেকে নতুন কিছু যোগ হয়েছে আমার ক্যারিয়ারে।'

তিনি আরও বলেন, 'এর আগের সিজন টেলিভিশন ও ইউটিউব স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট বানিয়েছি, যা দর্শকেরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’
সংবাদ সম্মেলনে ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে।
পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একই দিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড মুক্তি পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।
পরদিন ৪ জুলাই (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে।
এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে দর্শকনন্দিত সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর পঞ্চম সিজন।
২০২২ সালের শেষ দিকে দর্শকপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট ৪' সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল।

আসছে দর্শকনন্দিত ওয়েব সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন সিজন। ঈদের দিন একসঙ্গে সিরিজটি দেখা যাবে বঙ্গ অ্যাপে।
সিরিজটির সর্বশেষ বা পঞ্চম সিজনের মুক্তি উপলক্ষে গতকাল রোববার (১ জুন) সন্ধ্যায় গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, মুসাফির সৈয়দ, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা, পরিচালক কাজল আরেফিন অমিসহ অনেকেই।
কাজল আরেফিন অমি বলেন, 'সত্যি কথা বলতে আমি যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি তখন নিজেও জানতাম না এই সিরিজের ভবিষ্যৎ কী। যতটুকু বাজেট ছিল তা নিয়েই সততার সঙ্গে শুরু করেছি। কখনো বাজেটের কথা চিন্তা করিনি। এই করতে করতে আমরা ৭ বছরে ৫টি সিজনে এসে পৌঁছেছি। সব সময় দর্শকের কথা চিন্তা করে কাজ করেছি। দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর “সিজন ৫” নিয়ে আসছি। এই সিরিজ করতে গিয়ে এক একটা বাধা পেয়েছি। চারিদিক থেকে আমাকে বলা হয়েছে তোমার নামে অনেক অভিযোগ। আর এই বাধাগুলো যেখানে পেয়েছি সেখান থেকে নতুন কিছু যোগ হয়েছে আমার ক্যারিয়ারে।'

তিনি আরও বলেন, 'এর আগের সিজন টেলিভিশন ও ইউটিউব স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট বানিয়েছি, যা দর্শকেরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’
সংবাদ সম্মেলনে ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে।
পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একই দিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড মুক্তি পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।
পরদিন ৪ জুলাই (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে।
এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে দর্শকনন্দিত সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট' এর পঞ্চম সিজন।
২০২২ সালের শেষ দিকে দর্শকপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট ৪' সিজনের শেষ পর্ব প্রচারিত হয়েছিল।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি।
আজ পড়ন্ত সোনালি/ এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে/ এখনো জোছনাকে চাঁদের আলোই বলি/ এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি
দীপাবলি হচ্ছে আলোর উৎসব। দীপা মানে প্রদীপ বা আলো এবং ভালি মানে সারি। সেই অর্থে দীপাবলি বলতে আলোর সারি। এটি মন্দের ওপর ভালোর বিজয় উদ্যাপন। একই অর্থে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় উত্তরণ।
প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।