বিডিজেন ডেস্ক
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে ভাটপাড়ায় ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাগর মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, সাগর মিয়া ৪ দিন আগে সৌদি আরব থেকে দুই মাসের জন্য দেশে এসেছিলেন বিয়ের জন্য। ঈদের পরদিন তার বিয়ে হওয়ার কথা ছিল। আজ তার বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে ভাটপাড়ায় ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাগর মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, সাগর মিয়া ৪ দিন আগে সৌদি আরব থেকে দুই মাসের জন্য দেশে এসেছিলেন বিয়ের জন্য। ঈদের পরদিন তার বিয়ে হওয়ার কথা ছিল। আজ তার বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।
গত ১০ আগস্ট ঢাকার একটি হোটেলে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। এই আয়োজনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, সন্তানসহ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিসে উপসচিব মো. কামরুল ইসলামকে নতুন কাউন্সিলর (হজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।