
বিডিজেন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে ভাটপাড়ায় ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাগর মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, সাগর মিয়া ৪ দিন আগে সৌদি আরব থেকে দুই মাসের জন্য দেশে এসেছিলেন বিয়ের জন্য। ঈদের পরদিন তার বিয়ে হওয়ার কথা ছিল। আজ তার বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর মিয়া (২৪) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনী-কাথুলি সড়কের চৌগাছায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে ভাটপাড়ায় ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাগর মিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, সাগর মিয়া ৪ দিন আগে সৌদি আরব থেকে দুই মাসের জন্য দেশে এসেছিলেন বিয়ের জন্য। ঈদের পরদিন তার বিয়ে হওয়ার কথা ছিল। আজ তার বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।