
বিডিজেন ডেস্ক

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।
মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তারা ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত জুলাই আন্দোলনের সময় আমিরাতে আটক হয়েছিলেন।
সংলাপে মূলত ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো—বায়রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পরিকল্পনা, নৈতিক নিয়োগ নিশ্চিতকরণে প্রার্থীদের অঙ্গীকার এবং বাংলাদেশে ও গন্তব্য দেশসমূহে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমান আমেরিকা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষিপণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকায় ভ্রমণ সহজ করার অনুরোধ জানান।