বিডিজেন ডেস্ক
দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।
দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে, গেল কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে।
ইউরোপের দেশ ইতালিতে পরিবারের সঙ্গে পিকনিকে গিয়ে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ রাউফ (১২) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।