
বিডিজেন ডেস্ক

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।

দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
চাকরিপ্রার্থীদের জন্য ডেটাবেস তৈরি এবং দক্ষ কর্মী নির্বাচনে প্রোফাইলিং ও ম্যাচিংয়ের মতো প্রক্রিয়ায় ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
বুধবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে আইওএম প্রধান ল্যান্স বনেউ পরিচয়পত্র পেশ করেন। তাঁকে বাংলাদেশে স্বাগত জানান উপদেষ্টা। এ সময় তাদের আলোচনায় এ বিষয়টি উঠে আসে।
ল্যান্স বনেউ উল্লেখ করেন, নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএমের কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারের একটি।
বাংলাদেশে আইওএমের কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।