logo
খবর

অপারেশন ডেভিল হান্ট: সিলেট ও কুমিল্লায় ২১ জন গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
অপারেশন ডেভিল হান্ট: সিলেট ও কুমিল্লায় ২১ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন কুমিল্লায় গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় সবাই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মী ও সমর্থক।

খবর প্রথম আলোর।

সিলেটে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাদমান কবির, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিনহাজ ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক রায়নগর এলাকার বাসিন্দা ফজলুর রহমান, বিমানবন্দর থানা এলাকার নাজিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাবেক লীগের সভাপতি পশ্চিম পীর মহল্লার বাসিন্দা হাসেম খান, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমার কামালবাজারের কুড়িগ্রাম এলাকার আনোয়ার হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেজরটিলা জাহানপুর এলাকার ইয়ামিন আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহেদ আহম্মদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটে র‍্যাবের অভিযানে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেছার আহমেদ (৪০) সিলেট সদরের মোগলাগাঁও ইউপির সদস্য। তিনি মোগলাগাঁও ইউপির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সিলেট সদরের যুগীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নেছার আহমেদের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান। তিনি বলেন, তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুমিল্লায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ৩ দিনে জেলাটিতে ১৯ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও সমর্থক। এর আগে সোমবার চারজন এবং রোববার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন জানান।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বুড়িচং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, কুমিল্লা নগরের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জনি, ছাত্রলীগের সাবেক নেতা গোলাম হোসেন তপন, সাজাপ্রাপ্ত অভিযুক্ত রনি, মুরাদনগরের ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসিন আরাফাত, নাঙ্গলকোট উপজেলা যুবলীগের ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের ফয়েজ আহমেদ।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, কুমিল্লায় কুমিল্লায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলমান। গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের ২ দিনে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের ফল প্রকাশ

নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরিদপ্তরের উপপরিচালক মিঠু ভৌমিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ ঘণ্টা আগে

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

৭ ঘণ্টা আগে

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের আলোচনা

‘আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাদের [প্রবাসী] দুটি সমস্যার কথা তুলেছিলাম—একটা হচ্ছে আইডি কার্ড। এটা অবশ্যই হবে, যদিও কিছু জটিলতা আছে। তার বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করা যায় কি না, আজ নির্বাচন কমিশন বলেছে যে, জন্মসনদের মাধ্যমেও ভোটার হওয়া সম্ভব। এতে একটা সমাধান পাওয়া যেতে পারে।’

১ দিন আগে

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের মামলায় প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত বানিয়ে আদালতে পুলিশের চার্জশিট

মানবপাচারের পৃথক ৩টি মামলায় এক প্রবাসী ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার বাদীদের অভিযোগ, তদন্ত কর্মকর্তা দাবি অনুযায়ী ঘুষের টাকা না পেয়ে সাক্ষী (প্রবাসীর স্ত্রী) এবং তার প্রবাসী স্বামীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন।

২ দিন আগে