logo
খবর

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস

প্রতিবেদক, বিডিজেন১৩ জুলাই ২০২৫
Copied!
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করে।

এর আগে এই মামলায় গত ২ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন।

গত মার্চ মাসে ঢাকার একটি আদালতে শেখ হাসিনাসহ ২৮৩ জনকে অভিযুক্ত করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ১৯ জুলাই।

আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর ভাটারা থানা-পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায়।

ভাটারা থানা-পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে, মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান প্রমুখ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই অভিযুক্তরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

আরও দেখুন

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি।

৩ দিন আগে

কবিতা: সমীকরণ

কবিতা: সমীকরণ

আজ পড়ন্ত সোনালি/ এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে/ এখনো জোছনাকে চাঁদের আলোই বলি/ এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি

৩ দিন আগে

দীপাবলি

দীপাবলি

দীপাবলি হচ্ছে আলোর উৎসব। দীপা মানে প্রদীপ বা আলো এবং ভালি মানে সারি। সেই অর্থে দীপাবলি বলতে আলোর সারি। এটি মন্দের ওপর ভালোর বিজয় উদ্‌যাপন। একই অর্থে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় উত্তরণ।

৪ দিন আগে

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু ১৬ নভেম্বর

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

৫ দিন আগে