চট্টগ্রাম টেস্ট

প্রতিবেদক, বিডিজেন

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিংয়ের পরও দ্বিতীয় দিন শেষে উইকেট হারিয়ে ফেলার অস্বস্তিতে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২২৭ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলামের সেঞ্চুরি বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে না পারায় দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছেন ৭ উইকেটে ২৯১ রান নিয়ে। সাদমান চার বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। তিনি ১২০ রান করে ফেরেন। জিম্বাবুয়ের চেয়ে এখন ৬৪ রানে এগিয়ে বাংলাদেশ।
সাদমানের পর আরেক ওপেনার এনামুল হক ৩৯, মুমিনুল হক ৩৩ আর অধিনায়ক নাজমুল হোসেন ২৩ রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফেরেন ৪০ রান করে, রান আউট হয়ে। জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়াও, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্রায়ান বেনেট একটি করে উইকেট নিয়েছেন। দিনের শেষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ১৬ রান নিয়ে।
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে সেঞ্চুরি করেছিলেন সাদমান। ৪ বছর পর আজ আবার পেলেন সেঞ্চুরি। দেশের মাটিতে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। ইনিংসের ৪২তম ওভারে রিচার্ড এনগারাভাকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন এই বাঁ হাতি ওপেনার। ততক্ষণে তিনি খেলেছেন ১৪২ বল। ৭৮ বলে পঞ্চাশ পূরণ করেছিলেন সাদমান। তাঁর ইনিংসে ছিল ১৬ বাউন্ডারির মার।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০.১ ওভারে ২২৭ (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, বেনেট ২১, কারেন ২১; তাইজুল ৬/৬০, নাঈম ২/৪২, তানজিম ১/৪৯)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, মিরাজ ১৬*, তাইজুল ৫*; মাসেকেসা ৩/৪৪, মুজারাবানি ১/৪৪, বেনেট ১/৪৯, মাসাকাদজা ১/৭৭)।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬৪ রানে এগিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিংয়ের পরও দ্বিতীয় দিন শেষে উইকেট হারিয়ে ফেলার অস্বস্তিতে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২২৭ রানে আটকে দিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলামের সেঞ্চুরি বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে না পারায় দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছেন ৭ উইকেটে ২৯১ রান নিয়ে। সাদমান চার বছর পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। তিনি ১২০ রান করে ফেরেন। জিম্বাবুয়ের চেয়ে এখন ৬৪ রানে এগিয়ে বাংলাদেশ।
সাদমানের পর আরেক ওপেনার এনামুল হক ৩৯, মুমিনুল হক ৩৩ আর অধিনায়ক নাজমুল হোসেন ২৩ রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফেরেন ৪০ রান করে, রান আউট হয়ে। জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়াও, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্রায়ান বেনেট একটি করে উইকেট নিয়েছেন। দিনের শেষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত আছেন ১৬ রান নিয়ে।
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে সেঞ্চুরি করেছিলেন সাদমান। ৪ বছর পর আজ আবার পেলেন সেঞ্চুরি। দেশের মাটিতে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। ইনিংসের ৪২তম ওভারে রিচার্ড এনগারাভাকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করেন এই বাঁ হাতি ওপেনার। ততক্ষণে তিনি খেলেছেন ১৪২ বল। ৭৮ বলে পঞ্চাশ পূরণ করেছিলেন সাদমান। তাঁর ইনিংসে ছিল ১৬ বাউন্ডারির মার।
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০.১ ওভারে ২২৭ (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, বেনেট ২১, কারেন ২১; তাইজুল ৬/৬০, নাঈম ২/৪২, তানজিম ১/৪৯)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭ ওভারে ২৯১/৭ (সাদমান ১২০, মুশফিক ৪০, এনামুল ৩৯, মুমিনুল ৩৩, নাজমুল ২৩, মিরাজ ১৬*, তাইজুল ৫*; মাসেকেসা ৩/৪৪, মুজারাবানি ১/৪৪, বেনেট ১/৪৯, মাসাকাদজা ১/৭৭)।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬৪ রানে এগিয়ে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।
আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ১৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।