logo
খবর

পরীমনির লাল গোলাপ রহস্য

প্রতিবেদক, বিডিজেন০৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
পরীমনির লাল গোলাপ রহস্য
পরীমনি। ছবি: সংগৃহীত

‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!’ এমন ক্যাপশনে ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। ছবিতে দেখা যাচ্ছে চিত্রনায়ক নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন আলোচিত ঢালিউড তারকা পরীমনি। নিরবের সঙ্গে পরীমনির এই গোলাপ বিনিময়ে গুঞ্জন ও রহস্য সৃষ্টি করে। অবশেষে উন্মোচিত হয়েছ সঠিক থবর।

জনপ্রিয় নায়িকা পরীমনি নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছের। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।

Parimony 2

গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন পরীমনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, “অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না।

‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট— সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড় পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।”

পরিচালক সামছুল হুদা জানান, “গল্পের প্রাথমিক কাঠামো দাঁড়ানোর পর থেকেই মনে হয়েছিল রূপা চরিত্রের জন্য পরীমনিই উপযুক্ত। তাই তাকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করার অপেক্ষায় ছিলাম।

অবশেষে তিনি রাজি হয়েছেন এবং সিনেমার টিম তাঁকে পেয়ে আনন্দিত।

Parimony 3

রোববার সন্ধ্যায় চিত্রনায়ক নিরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন পরীমনি। স্থিরচিত্রে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা। একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে।

সম্প্রতি পরীমনি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক, যেখানে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন সায়মন সাদিক।

Parimony 4

সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রডাকশন-এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে শুক্রবার রাতে পরীমনি জানালেন, তাঁর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষের খবর। এক ভিডিওতে খবরটি জানান তিনি। পরীমনি জানান, এক বছর চার মাস আগে শুরু হয়েছিল তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। কয়েক দফায় ছবিটির শুটিং হয়েছে। এই ছবিতে পরীমনির নায়ক সাইমন সাদিক।

Parimony 5

নিরব ও পরীমনির সেসব স্থিরচিত্র নিয়ে ফেসবুকে ভক্তদের কৌতূহলও তৈরি হয়েছে। কেউ কেউ নিরব ও পরীমনিকে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও পরীমনি। নিরব এর আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন।

Parimony 6

জানা গেছে, ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে নিরব ও পরীমনির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। গোলাপ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মিলবে নিরব ও পরীমনির। মন্তব্যের ঘরে তাই কেউ কেউ বলছেন, গোলাপ এ নিরব-পরীর পর্দা রসায়ন দর্শকেরা উপভোগ করবেন।

নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র গোলাপ এর পরিচালক সামছুল হুদা। তিনি জানিয়েনাছেন, রাজনৈতিক থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এই মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Parimony 7

গোলাপ’ চুক্তিবদ্ধ হয়ে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’ ছবিতে ‘গোলাপ’ সিনেমার পরিচালক সামছুল হুদার সঙ্গে পরিমনি।

Parimony 8

নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তাঁর অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তাঁর সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারব আমরা।’

আরও পড়ুন

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, ২২ মে শুনানি

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ, ২২ মে শুনানি

গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০ ঘণ্টা আগে

আগস্ট-অক্টোবরেই নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে: বিএনপি নেতা আমীর খসরু

আগস্ট-অক্টোবরেই নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে: বিএনপি নেতা আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য ৩ মাস সময় নিয়ে যাওয়া দরকার। আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে?

১ দিন আগে

অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা দৃশ্যমান: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। আমরা প্রায়ই দেখছি, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন।

২ দিন আগে

অভিনেত্রী নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দরে আটক

অভিনেত্রী নুসরাত ফারিয়া শাহজালাল বিমানবন্দরে আটক

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

২ দিন আগে