logo
খবর

পরীমনির লাল গোলাপ রহস্য

প্রতিবেদক, বিডিজেন০৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
পরীমনির লাল গোলাপ রহস্য
পরীমনি। ছবি: সংগৃহীত

‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!’ এমন ক্যাপশনে ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। ছবিতে দেখা যাচ্ছে চিত্রনায়ক নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন আলোচিত ঢালিউড তারকা পরীমনি। নিরবের সঙ্গে পরীমনির এই গোলাপ বিনিময়ে গুঞ্জন ও রহস্য সৃষ্টি করে। অবশেষে উন্মোচিত হয়েছ সঠিক থবর।

জনপ্রিয় নায়িকা পরীমনি নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছের। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।

Parimony 2

গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন পরীমনি। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, “অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না।

‘গোলাপ’-এর চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি ভালো লেগেছে। গল্পে নাচ, প্রেম, ফাইট— সব কিছুই আছে। সবচেয়ে বড় কথা, গল্পের মোড় পরিবর্তনের অনেক চমক আছে, যা দর্শকদের আকৃষ্ট করবে।”

পরিচালক সামছুল হুদা জানান, “গল্পের প্রাথমিক কাঠামো দাঁড়ানোর পর থেকেই মনে হয়েছিল রূপা চরিত্রের জন্য পরীমনিই উপযুক্ত। তাই তাকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করার অপেক্ষায় ছিলাম।

অবশেষে তিনি রাজি হয়েছেন এবং সিনেমার টিম তাঁকে পেয়ে আনন্দিত।

Parimony 3

রোববার সন্ধ্যায় চিত্রনায়ক নিরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন পরীমনি। স্থিরচিত্রে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা। একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে।

সম্প্রতি পরীমনি শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেজা ঘটক, যেখানে পরীমনির সহশিল্পী হিসেবে আছেন সায়মন সাদিক।

Parimony 4

সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রডাকশন-এর ব্যানারে নির্মিতব্য সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষ দিকে শুক্রবার রাতে পরীমনি জানালেন, তাঁর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষের খবর। এক ভিডিওতে খবরটি জানান তিনি। পরীমনি জানান, এক বছর চার মাস আগে শুরু হয়েছিল তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং। কয়েক দফায় ছবিটির শুটিং হয়েছে। এই ছবিতে পরীমনির নায়ক সাইমন সাদিক।

Parimony 5

নিরব ও পরীমনির সেসব স্থিরচিত্র নিয়ে ফেসবুকে ভক্তদের কৌতূহলও তৈরি হয়েছে। কেউ কেউ নিরব ও পরীমনিকে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও পরীমনি। নিরব এর আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন।

Parimony 6

জানা গেছে, ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে নিরব ও পরীমনির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। গোলাপ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মিলবে নিরব ও পরীমনির। মন্তব্যের ঘরে তাই কেউ কেউ বলছেন, গোলাপ এ নিরব-পরীর পর্দা রসায়ন দর্শকেরা উপভোগ করবেন।

নিরব ও পরীমনি জুটির প্রথম চলচ্চিত্র গোলাপ এর পরিচালক সামছুল হুদা। তিনি জানিয়েনাছেন, রাজনৈতিক থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। এই মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Parimony 7

গোলাপ’ চুক্তিবদ্ধ হয়ে পরীমনি বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’ ছবিতে ‘গোলাপ’ সিনেমার পরিচালক সামছুল হুদার সঙ্গে পরিমনি।

Parimony 8

নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তাঁর অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তাঁর সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারব আমরা।’

আরও পড়ুন

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ অটোরিকশার যাত্রী ৬ জন দগ্ধ হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেটের সাবেক মেয়রসহ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া, সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেলের বাসাতেও হামলা হয়েছে।

৮ ঘণ্টা আগে

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৯ ঘণ্টা আগে

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

ধর্মীয় উগ্রবাদ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস বাংলাদেশ ইসলামি উগ্রপন্থীদের উত্থান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছে।

১ দিন আগে