logo
খবর

বজ্রপাতে ৫ জনের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জ ও দিনাজপুর জেলায় পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জে ৩ জনের মৃত্যু

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন।

অন্যদিকে একই দিনে জামালগঞ্জ উপজেলায় আরেক দফা বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের সামনে নয়া হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ওই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরীফ মিয়া (৪০)।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল লতিফ মাছ ধরতে গ্রামের সামনে নয়া হাওরে গেলে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

দিনাজপুরে ২ জনের মৃত্যু

দিনাজপুর জেলার সদরের পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়া এলাকা এবং ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল বনকালি এলাকায় এই ঘটনাগুলো ঘটে।

নিহত ফরিদা আক্তার কাসারিপাড়া এলাকার রহমান বাবুর মেয়ে। সে স্থানীয় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী।

অন্যজন, বিকাশ চন্দ্র রায় (৩২) বনকালি এলাকার দক্ষিপাড়ার বাসিন্দা রতিপদ রায়ের ছেলে।

জানা গেছে, সন্ধ্যার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় বিকাশের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিকাশ মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

আরও পড়ুন

ফেনীর বন্যায় ১৪৬ কোটি টাকার ক্ষতি, এখনো পানিবন্দী সাত হাজার পরিবার

ফেনীর বন্যায় ১৪৬ কোটি টাকার ক্ষতি, এখনো পানিবন্দী সাত হাজার পরিবার

ফেনীতে এবারের বন্যায় প্রায় ১৪৬ কোটি ৪৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, গ্রামীণ সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামো মিলিয়ে এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো। তবে ক্ষতির এ পরিমাণ চূড়ান্ত নয়।

২ ঘণ্টা আগে

স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্থল নিম্নচাপে ২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আর এর সঙ্গে যুক্ত আছে মৌসুমি বায়ু। এতে দেশের ২ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আজ। ২ বিভাগের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে।

২ ঘণ্টা আগে

দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, দাবি প্রেস উইংয়ের

দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, দাবি প্রেস উইংয়ের

চলতি ২০২৫ সালে বাংলাদেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর কোনো ব্যতিক্রম হবে না।’

১৩ ঘণ্টা আগে