বিডিজেন ডেস্ক
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ২২ হাজারের বেশি প্রবাসী। গত ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুরো দেশে অভিযান চালিয়ে এক সপ্তাহে ২২ হাজার ৩৭৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২১৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ৪ হাজার ৯৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার প্রবাসীদের অবৈধ পরিবহন সুবিধা, আশ্রয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আরও সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
এর আগে গত ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী আরও ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার করে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশব্যাপী অভিযানে গ্রেপ্তার ১৫ হাজার ৫৩৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া ৬ হাজার ৩৯৫ জনকে তাদের ট্রাভেল ডকুমেন্টের জন্য দূতাবাসে রেফার্ড করা হয়েছে। আর ১৩ হাজার ৪৭৫ জনকে নির্বাসিত করা হয়েছে।
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ২২ হাজারের বেশি প্রবাসী। গত ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুরো দেশে অভিযান চালিয়ে এক সপ্তাহে ২২ হাজার ৩৭৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২১৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৪ হাজার ৪ হাজার ৯৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার প্রবাসীদের অবৈধ পরিবহন সুবিধা, আশ্রয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আরও সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
এর আগে গত ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী আরও ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার করে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, দেশব্যাপী অভিযানে গ্রেপ্তার ১৫ হাজার ৫৩৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া ৬ হাজার ৩৯৫ জনকে তাদের ট্রাভেল ডকুমেন্টের জন্য দূতাবাসে রেফার্ড করা হয়েছে। আর ১৩ হাজার ৪৭৫ জনকে নির্বাসিত করা হয়েছে।
মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক ৩৬ বাংলাদেশির মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ফেরত পাঠানো হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় এ কথা বলেন।
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় ৩ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া, মামলা থেকে খালাস পেয়েছে ৪ জন।
বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কর্মরত, তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে।