logo
খবর

ছাত্রলীগ নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

বাসস০৬ অক্টোবর ২০২৪
Copied!
ছাত্রলীগ নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করাসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন। আজ ৬ অক্টোবর রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। এই সময়সীমার মধ্যে কোনো ব্যবস্থা না নিলে রাজপথে কঠোর আন্দোলন করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মাহমুদুর রহমান। বিদেশে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি স্বাস্থ্য, অর্থ, শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের সমন্বয়ে একটি কমিটি গঠনের দাবি জানান।
জাতীয় প্রেসক্লাব, আমার দেশ পরিবার, বিএফইউজে, ডিইউজে, প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ফুল দিয়ে মাহমুদুর রহমানকে অভিনন্দন জানান।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের মনোনয়ন বাতিলের পদক্ষেপ নেওয়া, যমুনা সেতুর নাম শহীদ আবু সাঈদের নামে রাখা, ২০০৯ সাল থেকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো জাতির সামনে তুলে ধরা এবং বঙ্গবন্ধুর এভিনিউর নাম পরিবর্তন করে শহিদ আবরার এভিনিউ নামকরণ করা। শেখ মুজিবুর রহমানের নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না উল্লেখ করে তিনি ব্রিগেডিয়ার জেনারেল রহিম ও কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন।
মাহমুদুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের দলগুলোকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, ভারতের সঙ্গে কোনো আপস করা হবে না।
মাহমুদুর রহমান বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে দৈনিক আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ করা হবে, আমার দেশ পরিবার তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৌলবাদ ও ইসলামী জঙ্গিবাদকে ইস্যু বানিয়ে ১৬ বছর ধরে দেশকে শোষণ করেছেন। তিনি বলেন, আওয়ামী সরকার বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। মাহমুদুর রহমান বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর দানব হাসিনার বিরুদ্ধে কথাবার্তা যে এত দ্রুত কমে যাবে, তা ভাবিনি।
জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজে সাবেক সভাপতি এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, বিএফইউজের সহকারী মহাসচিব বাসির জামাল ও হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ আলোচনায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক তাহেদ চৌধুরী।

আরও পড়ুন

হার মানা হার

হার মানা হার

যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।

১ দিন আগে

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

২ দিন আগে

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।

২ দিন আগে