logo
খবর

কারারুদ্ধ প্রবাসীদের মুক্তির ব্যবস্থা নেওয়ায় ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবির কৃতজ্ঞতা প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কারারুদ্ধ ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কারারুদ্ধ প্রবাসীদের মুক্তির ব্যবস্থা নেওয়ায় ড. ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবির কৃতজ্ঞতা প্রকাশ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কারারুদ্ধ ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশে ফেরত আসা কারামুক্ত প্রবাসীদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহনের জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে অনেক প্রবাসী আটক আছেন। তারা কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যক্তিগত উদ্যোগে এরা মুক্ত হতে পারছেন না।

বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এসব প্রবাসীর মুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেকিল চৌধুরী।

আরো পড়ুন

আন্দোলনে ১৫৮১ নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ

আন্দোলনে ১৫৮১ নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ১ হাজার ৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর নিহতের তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা।

২০২৫ সাল থেকে বাংলাদেশে পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির ঘোষণা ডিএইচএলের

২০২৫ সাল থেকে বাংলাদেশে পণ্য পরিবহনে ভাড়া বৃদ্ধির ঘোষণা ডিএইচএলের

আন্তর্জাতিক এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া সমন্বয়ের ঘোষণা দিয়েছে। জার্মানিভিত্তিক প্রতিষ্ঠানটি এবার ভাড়া বাড়িয়েছে ৪ দশমিক ৯ শতাংশ। ক্রমবর্ধমান পরিচালন খরচ সমন্বয়ের জন্য ডিএইচএল এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর

বাংলাদেশে রোববার ৪ ঘণ্টার জন্য ইন্টারনেট ধীরগতির থাকবে

বাংলাদেশে রোববার ৪ ঘণ্টার জন্য ইন্টারনেট ধীরগতির থাকবে

পটুয়াখালীর কুয়াকাটা স্টেশনে সাবমেরিন ক্যাবল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশে ২৯ সেপ্টেম্বর চার ঘণ্টার জন্য ইন্টারনেট ধীরগতির থাকবে।