logo
খবর

সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ

সেপ্টেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ব্যাপকহারে বেড়েছে। প্রবাসীরা এক মাসে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২৪০ কোটি (ইউএস) ডলার পাঠিয়েছেন। যা গত বছরের একই মাসের তুলনায় ৮০ দশমিক ২ শতাংশ বেশি।

এর আগের অর্থবছরের একই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩৩ কোটি ডলার। এছাড়া চলতি অর্থবছরের (২০২৪-২৫ অর্থবছর) সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ আগের মাসের জুলাইয়ের তুলনায় ১৮ কোটি ডলার বেড়েছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ রেমিট্যান্স এসেছে ৬৫৪ কোটি ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ৪৯০ কোটি ডলার।

গত অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছর) প্রবাসীরা মোট ২ হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর প্রবাসীরা রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২০২০-২১ অর্থবছরে। ওই বছর রেমিট্যান্স ছিল ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

আরও পড়ুন

হার মানা হার

হার মানা হার

যোগ্যতার চাইতে প্রাপ্তি বেশি হয়ে গেলে তখন সে লাগামহীন হয়ে ওঠে। এ অনেকটা মাটি ও খুঁটির মতো অবস্থা। খুঁটি শক্ত না হলে ঘর নড়বড়ে হবে আবার মাটি উর্বর না হলে খাওয়াপড়া জুটবে না। মানুষের চিন্তার সমৃদ্ধির জন্য পড়াশোনা কিংবা জ্ঞানের কোনো বিকল্প নেই।

১ দিন আগে

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

সাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কসংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

২ দিন আগে

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরের সঙ্গে আলাপচারিতা

কথাসাহিত্যিক ও গবেষক সিরাজুল ইসলাম মুনির সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনে সুপরিচিত নাম। তাঁর সাহিত্য সৃষ্টির সমৃদ্ধ বহুমাত্রিকতা সৃষ্টি করেছে শক্তিশালী স্বতন্ত্র অবস্থান। সাবলীল শব্দ ব্যঞ্জনার প্রকাশে তিনি ফুটিয়ে তুলেছেন জীবন, দেশাত্মবোধ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন মাত্রাকে।

২ দিন আগে