logo
জেনে নিন

স্মার্টফোন পানিতে পড়লে কী করবেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
স্মার্টফোন পানিতে পড়লে কী করবেন

আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। কিন্তু দুর্ঘটনাবশত ফোনটি পানিতে পড়ে গেলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবে কিছু দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে ফোনটি বাঁচানো সম্ভব হতে পারে।

চলুন জেনে নিই আপনার স্মার্টফোন পানিতে পড়লে কী করবেন।

পানিতে পড়লে বা ভিজে গেলে প্রথমেই স্মার্টফোন দ্রুত বন্ধ করতে হবে। স্মার্টফোনে সুরক্ষা কেস লাগানো থাকলে সেটিও খুলতে হবে। সম্ভব হলে সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ডও খুলে ফেলুন।

স্মার্টফোন বেশি ভিজে গেলে ভেতরে থাকা পানি দ্রুত বের করতে হবে। এ জন্য বেশ সতর্কভাবে স্মার্টফোনের ইয়ারফোন বা চার্জ করার পোর্ট নিচে রেখে সাবধানে পানি বের করতে হবে। মনে রাখবেন কোনোভাবেই স্মার্টফোনে ঝাঁকি দেওয়া যাবে না।

পানি বের করার পর সম্ভব নরম তোয়ালে দিয়ে স্মার্টফোন সাবধানে স্পর্শ করে পানি মুছে নিতে হবে। এরপর স্মার্টফোনটি শুকনা চালের মধ্যে ন্যূনতম ৪৮ ঘণ্টা রেখে দিন। এরপর আর্দ্রতা কমাতে সিলিকা জেলের প্যাকেটসহ স্মার্টফোনকে বাতাস নিরোধক পাত্রে বা ব্যাগে রাখতে হবে।

ভেজা অবস্থায় স্মার্টফোন কখনোই চার্জ করা যাবে না। এর ফলে স্মার্টফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে। স্মার্টফোন শুকানোর জন্য রোদেও দেওয়া যাবে না। কারণ সূর্যের তাপে স্মার্টফোনের অভ্যন্তরীণ উপাদানগুলোর ক্ষতি হতে পারে। হেয়ার ড্রায়ার দিয়েও স্মার্টফোন শুকানো যাবে না। একটি বিষয় মনে রাখতে হবে, পুরোপুরি না শুকিয়ে স্মার্টফোন চালু বা চার্জ করা যাবে না।

উপরোক্ত সবকিছু করার পরও যদি ফোন চালু না হয়, তাহলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া ভালো। ফোন মেরামতের জন্য কাছাকাছি কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যান।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট

আরও পড়ুন

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা

৯ দিন আগে

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

৯ দিন আগে

ঘন ঘন হাই তুলছেন, কঠিন কোনো রোগে পড়েননি তো?

ঘন ঘন হাই তুলছেন, কঠিন কোনো রোগে পড়েননি তো?

পর্যাপ্ত ঘুম হওয়ার পরও অনেকেরই সকাল থেকে রাত অবধি হাই উঠতেই থাকে। তবে ঘন ঘন এই হাই তোলাও কিন্তু হৃদ্‌রোগের পূর্বলক্ষণ হতে পারে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ থেকে প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে।

১০ দিন আগে