logo
জেনে নিন

পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যেসব কাজ না করলে বিপদ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫
Copied!
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যেসব কাজ না করলে বিপদ

আপনার কাছে থাকা পুরোনো স্মার্টফোন বিক্রি করেও আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। অবাক হচ্ছেন নিশ্চয়ই? যে ফোন বিক্রি করে কীভাবে বিপদে পড়বেন। আসলে আপনি ফোন বিক্রি করার পর সেটা যদি কোনো দুষ্টু লোকের হাতে পরে তাহলে আপনার ফোনে ডাটা বা ছবি চুরি করে সে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে পারে।

তাই পুরোনো ফোন বিক্রির আগে কিছু কাজ অবশ্যই আপনাকে করতে হবে। চলুন জেনে নিই সেসব কী-

ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপ মুছে ফেলুন

ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপে অর্থসংক্রান্ত ও ব্যক্তিগত তথ্য থাকে। সাধারণত এসব অ্যাপে ওটিপি ছাড়া আর্থিক লেনদেন করা যায় না। তবে স্মার্টফোনে অ্যাপ চালু থাকলে তা আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

কল রেকর্ডস ও বার্তা মুছে ফেলুন

স্মার্টফোনে সংরক্ষিত সব কল রেকর্ডস ও বার্তা মুছে ফেলতে হবে। কল রেকর্ডস এবং বার্তা গুরুত্বপূর্ণ হলে সেগুলো আলাদা কোনো স্থানে বা ক্লাউড সেবায় সংরক্ষণ করা যেতে পারে।

ছবি, ভিডিও এবং মাল্টিমিডিয়া সংরক্ষণ করুন

স্মার্টফোনের স্টোরেজে ছবি, ভিডিওসহ অসংখ্য মাল্টিমিডিয়া আধেয় বা কনটেন্ট থাকে। এগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনের কারণে মুছে ফেলা যায় না। তাই এসব আধেয় অন্য কোনো স্থানে সংরক্ষণ করে মুছে ফেলতে হবে।

সব অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যান

স্মার্টফোন থেকে যুক্ত হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম, ই–মেইল, ব্যাংকসহ সব অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে হবে (লগআউট)। ফোন ফ্যাক্টরি রিসেট দিলেও এসব অ্যাকাউন্ট থেকে লগআউট করতে হবে।

মাইক্রো এসডি কার্ড সরিয়ে ফেলুন

বাড়তি তথ্য রাখার জন্য অনেকেই স্মার্টফোনে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করেন। স্মার্টফোন পরিবর্তনের আগে অবশ্যই এই কার্ড খুলে নিতে হবে।

সিম কার্ড সরান এবং ই-সিমের তথ্য মুছে ফেলুন

স্মার্টফোনে থাকা সিম কার্ড সরিয়ে ফেলতে হবে। এ ছাড়া যেসব ফোন ই-সিম সমর্থিত সেসব ফোন থেকে ই-সিমের সব তথ্য মুছে ফেলতে হবে।

হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখুন

হোয়াটসঅ্যাপেও প্রচুর তথ্যও থাকে। তাই গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখতে হবে। পরে নতুন ফোনে এই ব্যাকআপ ব্যবহার করে পুরোনো তথ্য ফেরত আনা যাবে।

এনক্রিপশন মুছে ফেলুন

ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে অবশ্যই ফোনে থাকা এনক্রিপশন মুছে ফেলতে হবে। কারণ এনক্রিপশন চালু থাকলে ফ্যাক্টরি রিসেটের পরেও ফোনে প্রবেশ করা যায়।

ফ্যাক্টরি রিসেট করুন

ফ্যাক্টরি রিসেট করলে ফোনে থাকা সব তথ্য মুছে যাওয়ায় বিভিন্ন ত্রুটিযুক্ত সফটওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা পাওয়া যায়। আর তাই পুরোনো ফোন বিক্রির সময় সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতেও ফ্যাক্টরি রিসেট করা প্রয়োজন।

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

১ দিন আগে

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

যেসব লক্ষণে বুঝবেন আপনার কিডনি ভালোভাবে কাজ করছে না

কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা

১০ দিন আগে

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।

১১ দিন আগে