বিডিজেন ডেস্ক
কুয়েতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যকালীন শিফট চালু করা হয়েছে। গতকাল রোববার থেকে এ শিফট চালু হয়।
এর আগে গত বছরের অক্টোবরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সান্ধ্যকালীন শিফট চালুর ঘোষণা দেয় কুয়েত সরকার।
কুয়েতের রাষ্ট্রীয় কর্মসংস্থান সংস্থা সিভিল সার্ভিস কমিশন জানিয়েছে, সান্ধ্যকালীন শিফটে কর্মীদের কমপক্ষে সাত মাস কাজ করতে হবে। এসময়ে অনুমতি ছাড়া কর্মীরা সকালের শিফটে কাজে করতে পারবেন না। এক মাসে সর্বোচ্চ দুবার একজন কর্মী শিফট শেষ হওয়ার আগে তার কর্মক্ষেত্র ছাড়তে পারবেন।
সান্ধ্যকালীন শিফটে প্রকৃত কাজের সময় হবে প্রতিদিন সাড়ে চার ঘণ্টা। এ শিফটের কাজ বিকাল সাড়ে তিনটার আগে শুরু হওয়া যাবে না।
সান্ধ্যকালীন শিফটে যাওয়ার জন্য একজন কর্মীকে এ সম্পর্কিত একটি অনুরোধপত্র জমা দিতে হবে। এ শিফটে কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তিদের সংখ্যা একটি প্রতিষ্ঠানের মোট কর্মশক্তির ৩০ শতাংশের বেশি হওয়া যাবে না।
কুয়েত সরকার জানায়, নতুন এই শিফট তৈরির লক্ষ্য হলো কুয়েতের সরকারি কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং সকালে যানজট হ্রাস করা।
তথ্যসূত্র: গালফ নিউজ
কুয়েতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যকালীন শিফট চালু করা হয়েছে। গতকাল রোববার থেকে এ শিফট চালু হয়।
এর আগে গত বছরের অক্টোবরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সান্ধ্যকালীন শিফট চালুর ঘোষণা দেয় কুয়েত সরকার।
কুয়েতের রাষ্ট্রীয় কর্মসংস্থান সংস্থা সিভিল সার্ভিস কমিশন জানিয়েছে, সান্ধ্যকালীন শিফটে কর্মীদের কমপক্ষে সাত মাস কাজ করতে হবে। এসময়ে অনুমতি ছাড়া কর্মীরা সকালের শিফটে কাজে করতে পারবেন না। এক মাসে সর্বোচ্চ দুবার একজন কর্মী শিফট শেষ হওয়ার আগে তার কর্মক্ষেত্র ছাড়তে পারবেন।
সান্ধ্যকালীন শিফটে প্রকৃত কাজের সময় হবে প্রতিদিন সাড়ে চার ঘণ্টা। এ শিফটের কাজ বিকাল সাড়ে তিনটার আগে শুরু হওয়া যাবে না।
সান্ধ্যকালীন শিফটে যাওয়ার জন্য একজন কর্মীকে এ সম্পর্কিত একটি অনুরোধপত্র জমা দিতে হবে। এ শিফটে কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তিদের সংখ্যা একটি প্রতিষ্ঠানের মোট কর্মশক্তির ৩০ শতাংশের বেশি হওয়া যাবে না।
কুয়েত সরকার জানায়, নতুন এই শিফট তৈরির লক্ষ্য হলো কুয়েতের সরকারি কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং সকালে যানজট হ্রাস করা।
তথ্যসূত্র: গালফ নিউজ
আপনি কি আপনার বাড়িতে ২৪ ঘণ্টাই ওয়াইফাই অন রাখেন? তাহলে নিজের অজান্তে মারাত্মক ভুল করছেন। রাতে ঘুমনোর সময় অনেকে রাউটার বন্ধ করতে ভুলে যান,অনেকে আবার ইচ্ছা করেও অফ করেন না কিন্তু এতেই বড় বিপদ ডেকে আনছেন।
একটা জিনিস কি খেয়াল করেছেন- যাত্রীবাহী প্লেনের রং সবসময়ই সাদা হয়। কেবল প্লেনের গায়ে কোম্পানির লোগো আর লেজের কাছে খানিকটা রং থাকতে পারে। বাকি গোটা প্লেনের গায়ের রংই সাদা।
স্মার্টফোনে এমন কিছু অ্যাপ আছে যেগুলো দ্রুত ফোনের চার্জ শেষ করে ফেলে। কিছু অ্যাপ আছে যেগুলো আপনি অফ করার পরও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে ফোনের চার্জ শেষ হতে থাকে। আসুন এমন কয়েকটি অ্যাপের সম্পর্কে জেনে নেওয়া যাক-
কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। মাছ খেতে পছন্দ করেন না, এমন বাঙালি হয়তো খুব কমই রয়েছে। তবে মাছ যারা খান তাদের কিছু ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু খাবারের সঙ্গে মাছ খেলে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।