logo
জেনে নিন

স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমাবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমাবেন যেভাবে

ওয়াই–ফাই সংযোগের পাশাপাশি স্মার্টফোনে মোবাইল ডেটা খরচ করে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। স্মার্টফোনে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট ডেটার খরচ কমানো যায়। স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর কৌশলগুলো দেখে নেওয়া যাক।

ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ রাখুন

ব্যবহার না করলেও অনেক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। ফলে ফোনে ইন্টারনেট চালু থাকলে অ্যাপগুলোও ডেটা খরচ করতে থাকে। আর তাই মোবাইল ডেটা সাশ্রয় করতে চাইলে প্রথমেই ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে। এ জন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে কানেকশনস অপশনে যেতে হবে। এরপর ডেটা ইউজেস অপশনে গিয়ে ডেটা সেভিংস মোড চালু করে ব্যাকগ্রাউন্ড ডেটা লিমিট করে দিতে হবে।

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন

অনেক অ্যাপ রয়েছে, যেগুলো তুলনামূলকভাবে বেশি ডেটা খরচ করে। আবার কিছু অ্যাপ বা গেম আছে, যেগুলোতে বিজ্ঞাপন চলতে থাকে। ফলে নিজের অগোচরে ধারণার চেয়ে বেশি খরচ হতে থাকে ইন্টারনেট ডেটা। এ ধরনের অ্যাপ যদি নিয়মিত ব্যবহার করা না হয়, তবে সেসব অপ্রয়োজনীয় অ্যাপ স্মার্টফোন থেকে মুছে ফেলে ইন্টারনেট খরচ কমিয়ে আনা সম্ভব।

মোবাইল ডেটায় অ্যাপ আপডেট বন্ধ রাখুন

ইনস্টল করা অ্যাপে যদি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার অপশনটি চালু থাকে, তাহলেও প্রচুর ডেটা খরচ হবে। আর তাই মোবাইল ডেটার বদলে শুধু ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ আপডেট করতে হবে।

ওয়াই–ফাই অ্যাসিস্ট বন্ধ রাখুন

ওয়াই–ফাই অ্যাসিস্ট সুবিধা চালু থাকলে দুর্বল ওয়াই–ফাই সংযোগের সময় মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেটের গতি নিরবচ্ছিন্ন রাখা হয়। তাই ওয়াই–ফাই অ্যাসিস্ট সুবিধা বন্ধ রাখতে হবে।

ইউটিউব বা অন্যান্য ভিডিও অ্যাপে অটোপ্লে বন্ধ করুন

আপনি ইউটিউব বা অন্যান্য ভিডিও অ্যাপে অটোপ্লে বন্ধ করুন। আপনার অজান্তেই এই ভিডিও অটোপ্লে হয়ে আপনার ডেটা খুব দ্রুত শেষ করে দিতে পারে।

অপ্রয়োজনে মোবাইল ডেটা বন্ধ রাখুন

অপ্রয়োজনে মোবাইল ডেটা ব্যবহার না করে বন্ধ করে রাখতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করে রাখলেও অতিরিক্ত ইন্টারনেট ডেটা খরচ হবে না।

তথ্যসূত্র: অনেস্ট মোবাইল

আরও পড়ুন

স্মার্টফোন হ্যাকারের নিয়ন্ত্রণে কি না বুঝবেন যেভাবে

স্মার্টফোন হ্যাকারের নিয়ন্ত্রণে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল মাধ্যমে বিভিন্নভাবে হ্যাকাররা ফাঁদ পেতে রাখে। শুধু টাকাপয়সা নেওয়াই নয় স্মার্টফোন কব্জা করে আপনার অজান্তেই সমস্ত ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিতে পারে নিমেষে। তা হলে উপায়?

১৭ ঘণ্টা আগে

ঘুম থেকে উঠেই চা খেলে জানেন কী হতে পারে?

ঘুম থেকে উঠেই চা খেলে জানেন কী হতে পারে?

আমরা দিনের শুরুতে অনেকেই চা পান করি। কেউ খালি পেটে পান করি, আবার কেউ নাশতার সময় পান করি। পুষ্টিবিদদের মতে, চায়ের অনেক উপকারী গুণাগুণ রয়েছে। কিন্তু খালি পেটে চা কি আদৌ স্বাস্থ্যকর? কী কী হতে পারে খালি পেটে চা খেলে?

২ দিন আগে

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতকালে গরম পানিতে গোসল করা ভালো না খারাপ?

শীতে গরম পানি ছাড়া গোসল করার কথা যেন ভাবাই যায় না। তবে গরম পানি নিয়ে রয়েছে নানা বিশেষজ্ঞের নানা মত। চলুন জেনে নেওয়া যাক গরম পানি দিয়ে গোসল করা ভালো না খারাপ!

৪ দিন আগে