logo
জেনে নিন

স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমাবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমাবেন যেভাবে

ওয়াই–ফাই সংযোগের পাশাপাশি স্মার্টফোনে মোবাইল ডেটা খরচ করে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। স্মার্টফোনে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে ইন্টারনেট ডেটার খরচ কমানো যায়। স্মার্টফোনে ইন্টারনেট ডেটা খরচ কমানোর কৌশলগুলো দেখে নেওয়া যাক।

ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ রাখুন

ব্যবহার না করলেও অনেক অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। ফলে ফোনে ইন্টারনেট চালু থাকলে অ্যাপগুলোও ডেটা খরচ করতে থাকে। আর তাই মোবাইল ডেটা সাশ্রয় করতে চাইলে প্রথমেই ব্যাকগ্রাউন্ডে সচল থাকা অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে। এ জন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে কানেকশনস অপশনে যেতে হবে। এরপর ডেটা ইউজেস অপশনে গিয়ে ডেটা সেভিংস মোড চালু করে ব্যাকগ্রাউন্ড ডেটা লিমিট করে দিতে হবে।

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন

অনেক অ্যাপ রয়েছে, যেগুলো তুলনামূলকভাবে বেশি ডেটা খরচ করে। আবার কিছু অ্যাপ বা গেম আছে, যেগুলোতে বিজ্ঞাপন চলতে থাকে। ফলে নিজের অগোচরে ধারণার চেয়ে বেশি খরচ হতে থাকে ইন্টারনেট ডেটা। এ ধরনের অ্যাপ যদি নিয়মিত ব্যবহার করা না হয়, তবে সেসব অপ্রয়োজনীয় অ্যাপ স্মার্টফোন থেকে মুছে ফেলে ইন্টারনেট খরচ কমিয়ে আনা সম্ভব।

মোবাইল ডেটায় অ্যাপ আপডেট বন্ধ রাখুন

ইনস্টল করা অ্যাপে যদি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার অপশনটি চালু থাকে, তাহলেও প্রচুর ডেটা খরচ হবে। আর তাই মোবাইল ডেটার বদলে শুধু ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ আপডেট করতে হবে।

ওয়াই–ফাই অ্যাসিস্ট বন্ধ রাখুন

ওয়াই–ফাই অ্যাসিস্ট সুবিধা চালু থাকলে দুর্বল ওয়াই–ফাই সংযোগের সময় মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেটের গতি নিরবচ্ছিন্ন রাখা হয়। তাই ওয়াই–ফাই অ্যাসিস্ট সুবিধা বন্ধ রাখতে হবে।

ইউটিউব বা অন্যান্য ভিডিও অ্যাপে অটোপ্লে বন্ধ করুন

আপনি ইউটিউব বা অন্যান্য ভিডিও অ্যাপে অটোপ্লে বন্ধ করুন। আপনার অজান্তেই এই ভিডিও অটোপ্লে হয়ে আপনার ডেটা খুব দ্রুত শেষ করে দিতে পারে।

অপ্রয়োজনে মোবাইল ডেটা বন্ধ রাখুন

অপ্রয়োজনে মোবাইল ডেটা ব্যবহার না করে বন্ধ করে রাখতে হবে। এ ছাড়া মোবাইল ডেটা ব্যবহারের সীমা নির্ধারণ করে রাখলেও অতিরিক্ত ইন্টারনেট ডেটা খরচ হবে না।

তথ্যসূত্র: অনেস্ট মোবাইল

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৭ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৬ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫