logo
জেনে নিন

বিশ্বের দ্রুতগতির যাত্রীবাহী ৫ উড়োজাহাজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ জানুয়ারি ২০২৫
Copied!
বিশ্বের দ্রুতগতির যাত্রীবাহী ৫ উড়োজাহাজ
স্পেসশিপ টু ‘ইউনিটি’ উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

শিশুদের নিয়ে উড়োজাহাজে দীর্ঘ সময়ের ভ্রমণ অনেকের কাছেই এক আতঙ্ক। শিশুদের কান্নাকাটি আর চেঁচামেচির সঙ্গে ভ্রমণের ঝক্কি-এসব সামলাতে গিয়ে অনেকে দ্রুতগতির উড়োজাহাজের প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন। তবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত কোন উড়োজাহাজগুলো দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছাতে পারে, তা অনেকেই জানেন না। চলুন জেনে নিই, বিশ্বের দ্রুতগতির পাঁচ উড়োজাহাজ কোনগুলো।

স্পেসশিপ টু ‘ইউনিটি’

যুক্তরাষ্ট্রের ভার্জিন গ্যালাক্টিকের স্পেসশিপ টু ‘ইউনিটি’ বা ভিএসএস ইউনিটি নামের রকেট উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উড়োজাহাজ। গতি ঘণ্টায় ৩ হাজার ৭০৪ কিলোমিটার। এটি বাণিজ্যিকভাবে মহাশূন্যে যাত্রী পরিবহন করে থাকে।

ভিএসএস ইউনিটি রকেট ইঞ্জিনচালিত। তবে এটি একা উড্ডয়ন করতে পারে না। হোয়াইট নাইট টু নামের একটি পণ্যবাহী উড়োজাহাজে করে এটিকে উৎক্ষেপণস্থলে নেওয়া হয়। উড়োজাহাজটি তৈরির ২০ বছর পর এর বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়। এর টিকিটের খরচও অনেক । ৯০ মিনিটের ফ্লাইটের জন্য ৪ লাখ ডলার মূল্যের টিকিট কাটতে হয়।

বোম্বার্ডিয়ার গ্লোবাল ৮০০০

গ্লোবাল ৮০০০ উড়োজাহাজটির যাত্রা চলতি বছর চালু হবে। এর নির্মাতা কানাডাভিত্তিক প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার। প্রতিষ্ঠানটির তৈরি গ্লোবাল ৭৫০০–এর স্থলাভিষিক্ত হচ্ছে এটি। গ্লোবাল ৮০০০-এর গতি হবে ঘণ্টায় প্রায় ১ হাজার ১৬০ কিলোমিটার। এ উড়োজাহাজটিতে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এটি ১৪ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে।

সেসনা সাইটেশন এক্স প্লাস

যুক্তরাষ্ট্রের সেসনা সাইটেশন এক্স প্লাস উড়োজাহাজটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। এটি দীর্ঘদিন ধরে চলা সাইটেশন এক্সেরই আধুনিক সংস্করণ। এর কেবিন অপেক্ষাকৃত বড়। গতিও বেশি। ঘণ্টায় ১ হাজার ১৫৪ দশমিক ৫৩৮ কিলোমিটার গতিতে চলতে পারে এটি।

গালফস্ট্রিম জি৭০০

গালফস্ট্রিম জি৭০০ উড়োজাহাজটি উচ্চমূল্যের বেসরকারি জেটগুলোর একটি। এর মূল্য ৮ কোটি ডলার। গালফস্ট্রিম জি৭০০-এর গতি ঘণ্টায় ১ হাজার ১৪২ দশমিক ১৯ কিলোমিটার। উড়োজাহাজটি ১৯ জন যাত্রী বহন করতে পারে। ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়ার সক্ষমতা আছে এটির। এই উড়োজাহাজ ১৫ হাজার মিটারের বেশি উঁচু দিয়ে উড়তে পারে।

বোয়িং ৭৪৭-৮ আই

এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বড় বাণিজ্যিক জেট বিমান। এটি প্রায় ৫০০ যাত্রী বহন করতে পারে। এর গতি ঘণ্টায় ১ হাজার ১৩৬ কিলোমিটার। ৭৪৭-৮ আই উড়োজাহাজ এতটাই আকর্ষণীয় যে বর্তমানে মার্কিন বিমানবাহিনী এ মডেলের দুটি উড়োজাহাজের আধুনিকায়ন করছে।

তথ্যসূত্র: বিবিসি সায়েন্স ফোকাস

আরও পড়ুন

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

বিয়ে করলেই নাগরিকত্ব পাবেন যেসব দেশের

জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক। তবে বিশ্বায়নের যুগে সম্ভাবনার দ্বার খুলতে অনেকেই চান নিজ দেশের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকুক। এ ক্ষেত্রে অনেকেই ভিনদেশি মানুষকে বিয়ে করে নাগরিকত্ব নেন। একসময় চিঠিই ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম।

৬ দিন আগে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে সোনার অলঙ্কারসহ যে ১৯টি পণ্য আনা যাবে

বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়।

১৫ দিন আগে

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমে ক্লান্তি দূর করবে যেসব খাবার

গরমের দিনে কাজের চাপ এবং ব্যস্ততার কারণে শরীরে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। গরমে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। খাদ্য তালিকায় রাখতে পারেন এমন কিছু খাবার যেসব খাবার যেমন শরীরের ক্লান্তি দূর করে তেমনি শক্তিও জোগায়। তাই আসুন জেনে নিই গরমে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন—

০২ জুন ২০২৫

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১৯ মে ২০২৫