বিডিজেন ডেস্ক
হেনলি পাসপোর্ট সূচক (২০২৪) অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
এশিয়ার ৬টি, দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি ও ওশেনিয়া অঞ্চলের ৮টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশিরা যেতে পারবেন। এর মধ্যে ২২টি দেশে প্রবেশের সময়েও প্রয়োজন হবে না কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতির।
চলুন, এক নজরে দেখে নেয়া যাক ভিসা ছাড়া গন্তব্যের দেশগুলো:
১. ভুটান
২. গাম্বিয়া
৩. রুয়ান্ডা
৪. লেসোথো
৫. মাদাগাস্কার
৬. বাহামা
৭. বার্বাডোস
৮. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
৯. ডমিনিকা
১০. গ্রানাডা
১১. হাইতি
১২ জ্যামাইকা
১৩. মন্টসেরাত
১৪. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
১৫. ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
১৬. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৭. কুক আইল্যান্ড
১৮. ফিজি
১৯. মাইক্রোনেশিয়া
২০. নুউয়ে
২১. ভানুয়াতু
২২. কিরিবাতি
মাদাগাস্কার, রুয়ান্ডা ও ভানুয়াতু ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু রেখেছিল। আর ওশেনিয়া অঞ্চলের কিরিবাতি এ বছরে এই তালিকায় নতুন সংযোজন।
যেসব দেশে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পাবেন বাংলাদেশিরা
কম্বোডিয়া
মালদ্বীপ
নেপাল
পূর্ব তিমুর
বলিভিয়া
বুরুন্ডি
কেপ ভার্দে
কমোরো দ্বীপপুঞ্জ
জিবুতি
গিনি-বিসাউ
মৌরিতানিয়া
মোজাম্বিক
সেশেলস
সিয়েরা লিওন
সোমালিয়া
টোগো
সামোয়া
টুভালু
যে দেশ ভ্রমণের জন্য নিতে হবে ই-ভিসা
শ্রীলঙ্কা
কেনিয়া
হেনলি পাসপোর্ট সূচক (২০২৪) অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন।
এশিয়ার ৬টি, দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় অঞ্চলের ১১টি ও ওশেনিয়া অঞ্চলের ৮টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশিরা যেতে পারবেন। এর মধ্যে ২২টি দেশে প্রবেশের সময়েও প্রয়োজন হবে না কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতির।
চলুন, এক নজরে দেখে নেয়া যাক ভিসা ছাড়া গন্তব্যের দেশগুলো:
১. ভুটান
২. গাম্বিয়া
৩. রুয়ান্ডা
৪. লেসোথো
৫. মাদাগাস্কার
৬. বাহামা
৭. বার্বাডোস
৮. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
৯. ডমিনিকা
১০. গ্রানাডা
১১. হাইতি
১২ জ্যামাইকা
১৩. মন্টসেরাত
১৪. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
১৫. ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
১৬. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৭. কুক আইল্যান্ড
১৮. ফিজি
১৯. মাইক্রোনেশিয়া
২০. নুউয়ে
২১. ভানুয়াতু
২২. কিরিবাতি
মাদাগাস্কার, রুয়ান্ডা ও ভানুয়াতু ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু রেখেছিল। আর ওশেনিয়া অঞ্চলের কিরিবাতি এ বছরে এই তালিকায় নতুন সংযোজন।
যেসব দেশে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পাবেন বাংলাদেশিরা
কম্বোডিয়া
মালদ্বীপ
নেপাল
পূর্ব তিমুর
বলিভিয়া
বুরুন্ডি
কেপ ভার্দে
কমোরো দ্বীপপুঞ্জ
জিবুতি
গিনি-বিসাউ
মৌরিতানিয়া
মোজাম্বিক
সেশেলস
সিয়েরা লিওন
সোমালিয়া
টোগো
সামোয়া
টুভালু
যে দেশ ভ্রমণের জন্য নিতে হবে ই-ভিসা
শ্রীলঙ্কা
কেনিয়া
পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।
কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা
গরম এলেই হু হু করে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা জরুরি। তবে জানেন কি, সহজ কিছু কৌশল অবলম্বন করলেই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। চলুন জেনে নিই, আসছে গ্রীষ্মে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন বিদ্যুৎ বিল।
কিডনির সমস্যা বর্তমানে দেশের অন্যতম বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীরের দুটি কিডনির ৭০-৮০ ভাগ নষ্ট হওয়ার আগে কোনো ধরনের গুরুতর লক্ষণই দেখা দেয় না। কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে, কিছু ক্ষেত্রে বুঝে ওঠাও সম্ভব হয় না। তবে কিডনি যে সুস্থ নেই, তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলো কী, তা
১০ দিন আগে