logo
জেনে নিন

পাসপোর্ট রিনিউ করবেন কীভাবে?

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৪
Copied!
পাসপোর্ট রিনিউ করবেন কীভাবে?

পাসপোর্টের মেয়াদ কী শেষ হয়ে গেছে কিংবা বাকি আছে আর মাত্র কিছুদিন। এ ক্ষেত্রে কী করণীয়, তা হয়তো অনেকেই জানেন না। এ ধরনের সমস্যায় কমবেশি অনেকেই পড়েন। তাই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস আগেই তা রিনিউ বা নবায়ন করার জন্য আবেদন করা ভালো। তবে এটি বাধ্যতামূলক নয়। চাইলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার এক মাস বা কয়েক দিন আগে বা পরেও করতে পারবেন। এটি আবেদনকারীর ইচ্ছার ওপর নির্ভর করে।

কিন্তু এটি বিদেশ গমনেচ্ছুদের ক্ষেত্রে আবার অনেকটা বাধ্যতামূলক। ২০২১ সালের ৩০ মে এক বিজ্ঞপ্তিতে যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম রয়েছে, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পেতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

অনলাইনে পাসপোর্ট রিনিউয়ের আবেদন করবেন যেভাবে

বর্তমানে বাংলাদেশের সব জেলা পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। তাই এমআরপি পাসপোর্ট নবায়ন করে আপনাকে ই-পাসপোর্ট নিতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার ফরম পূরণ করতে পারবেন নিজেই।

পাসপোর্ট রিনিউ করার নিয়ম

১। প্রথমে অনলাইনে বাংলাদেশ ই-পাসপোর্ট  https://www.epassport.gov.bd  ঠিকানায় যেতে হবে। সেখানে শুরুতেই অ্যাপ্লাই অনলাইন ফরম ই-পাসপোর্ট/ রি-ইস্যু বাটনে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করুন।

যে কারণে আপনি পাসপোর্ট রিনিউ করতে চান তা উল্লেখ করে রি-ইস্যু বাটনে ক্লিক করুন।

২। আবেদনপ্রক্রিয়া শুরু হলেই স্টেপ-১-এর একটি পেজ আপনার সামনে চলে আসবে। সেখানে সতর্কভাবে নিজের দেশ, জেলা শহর, থানা নির্বাচন করে টিক দিন।

৩। এরপরই ব্যক্তিগত তথ্য দিয়ে পেজটি নির্ভুলভাবে পূরণ করুন। মেয়াদ ও পাসপোর্টের পৃষ্ঠাসংখ্যা অনুযায়ী ফি জমা দিন। এ ক্ষেত্রে আপনার যেকোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড থাকতে হবে। যদি তা না থাকে, তবে সরাসরি অনুমোদিত ব্যাংকে (সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক) ফি জমা দিয়ে সেই রসিদের স্লিপের নম্বর লিখে দিন।

৪। অনলাইনে সব তথ্য পূরণ করা হয়ে গেলে রিচেক করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং এই আবেদনের একটি কপি নিজের কাছে রাখুন।

৫। এসএমএসের মাধ্যমে আপনাকে ছবি তোলা ও আঙুলের ছাপ দেয়ার জন্য তারিখ দেওয়া হবে। নির্দিষ্ট দিন ও সময়ে অনলাইন আবেদন ফরমের কপি, পাসপোর্ট ফি পরিশোধের রসিদ, যে বাসায় থাকেন সে বাসার বিদ্যুৎ বিলের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি ও মূল কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে পাসপোর্ট অফিসে যান।

৬। ওইদিন আপনার ছবি তোলা, সব আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি গ্রহণ করবে পাসপোর্ট অফিস।

৭। এরপর প্রয়োজনীয় তথ্যসহ একটি ডেলিভারি স্লিপ দেয়া হবে আপনাকে। এই রসিদ পাসপোর্ট গ্রহণের সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে।

৮। আপনার পাসপোর্ট হয়ে গেলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। ওইদিন ডেলিভারির রসিদ এবং পুরোনো পাসপোর্ট নিয়ে অফিসে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন।

পাসপোর্ট রিনিউ করতে কত টাকা প্রয়োজন ?

* ৫ বছর মেয়াদী ৪৮ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৪০২৫ টাকা, এক্সপ্রেস ফি ৬৩২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ৮৬২৫ টাকা।

* ১০ বছর মেয়াদী ৪৮ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৫৭৫০ টাকা, এক্সপ্রেস ফি ৮০৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১০৩৫০ টাকা।

* ৫ বছর মেয়াদী ৬৪ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৬৩২৫ টাকা, এক্সপ্রেস ফি ৮৬২৫ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১২০৭৫ টাকা।

* ১০ বছর মেয়াদী ৬৪ পেজের ই-পাসপোর্টের রেগুলার ফি ৮০৫০ টাকা, এক্সপ্রেস ফি ১০৩৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ফি ১৩৮০০ টাকা।

প্রাপ্তবয়স্করা জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তবে যাদের বয়স ১৮ বছরের কম তাদের পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর বাবা-মায়ের ছবি ও জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

আরও পড়ুন

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

থাইল্যান্ডে পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য আর্থিক প্রমাণ দাখিল করার বাধ্যবাধকতা আবার কার্যকর করা হয়েছে। চলতি মে মাস থেকেই তা কার্যকর হয়েছে।

১ দিন আগে

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচিতে সেবা দেবে আরও ১২ ব্যাংক

সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি-বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ২৪।

২ দিন আগে

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

নতুন হজ বিধিমালা: জেনে নিন প্রবেশ, অনুমতি ও শাস্তির বিধান

সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

২১ এপ্রিল ২০২৫

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

সর্বজনীন পেনশনের গ্রাহক হবেন যেভাবে

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। যদিও প্রবাসী বাংলাদেশি ও পোশাক খাতের কর্মীদের জন্য ৪০ বছর বয়স পার হলেই পেনশন দেওয়া নিয়ে আলোচনা চলছে।

০৩ এপ্রিল ২০২৫