logo
সুপ্রবাস

প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান, বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ অক্টোবর ২০২৪
Copied!
প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান, বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার
প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান, বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার। ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ছাত্র–জনতার অভ্যুত্থান ২০২৪: বাংলাদেশি ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সাউথ এশিয়ান প্ল্যাটফর্ম–ভাষা এবং প্যারিসের সিংগার সহযোগিতায় সিংগার হলরুমে এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আবু জুবায়ের নির্মিত প্রামাণ্যচিত্র ‘লাল জুলাই ২০২৪’–এর অংশবিশেষ প্রদর্শিত হয়। এরপর লুবনা ইয়াসমিন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বক্তব্য দেন কমিটি ফ্রঁসেজ দ্য সুতিয়েন আ জিকের সভাপতি জ-পিয়ের বেকু, কাজী আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ বোরহান, আরিফ হাসান রুমু, বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন চৌধুরী, সাংবাদিক শাবুল আহমেদ, প্যারিসের জানালার সেক্রেটারি ফারজানা আকতার, খালেদুর রহমান সাগর প্রমুখ।

বক্তারা ২০২৪ সালের জুলাই–আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র–জনতার অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এ আন্দোলন দেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন করছে, তা বিশ্লেষণ করেন। তাঁরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকচকেরা বলেন, ‘২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হিসেবে আমাদের গণ্য করতে হবে। এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাঁদের বিভিন্ন দাবির প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

বক্তারা প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকার নিশ্চিত করা, দূতাবাসের সেবা উন্নত করা এবং তাদের অর্থনৈতিক অবদানকে সুরক্ষিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মেহদী। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

আমিরাতে বাংলাদেশ সমিতির সাধারণ সভা ও কমিটি অনুমোদন

আমিরাতে বাংলাদেশ সমিতির সাধারণ সভা ও কমিটি অনুমোদন

সংযুক্ত আরব আমিরাতে দেশটির কমিউনিটি ডেভলপমেন্টের স্বীকৃত বাংলাদেশি সংগঠন ‘বাংলাদেশ সমিতি ইউএই’–এর সাধারণ সভায় ২ বছর মেয়াদি নতুন কমিটির অনুমোদিত হয়েছে।

১৯ ঘণ্টা আগে

আমিরাতের শারজাহে প্রবাসী খুলনাবাসীর মিলনমেলা

আমিরাতের শারজাহে প্রবাসী খুলনাবাসীর মিলনমেলা

প্রাণবন্ত আড্ডা, গল্প, অভিজ্ঞতা ভাগাভাগি এবং প্রোফাইল তথ্য সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হয়।

১ দিন আগে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রেজ্যুলেশন গৃহীত

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রেজ্যুলেশন গৃহীত

‘জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে বিরূপ প্রভাব পড়ছে। বিশেষ করে তাদের জীবন, স্বাস্থ্য, আবাসস্থল, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের গতিপথ হুমকির মুখে।’

৩ দিন আগে

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির ঐতিহাসিক জয়

নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির ঐতিহাসিক জয়

এই নির্বাচন শুধু একটি শহরের নেতৃত্ব বদলে দেয়নি, এটি বদলে দিয়েছে রাজনৈতিক বাস্তবতা ও কল্পনার সীমানা। নিউইয়র্ক—যে শহরকে বলা হয় বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী, যেখানে ইসরায়েলের বাইরে সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বাস করে।

১৮ দিন আগে