বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কার্যক্রম শুরু করেছে।
দুবাইয়ের ফিরোজ মুরায় রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ আব্দুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মৌলভীবাজার বড়লেখা উপজেলার তালিম্পুরের শামিম আহমদ শামীম রাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের জন্য উমরাসহ দেশে যাবার টিকিটে বিশেষ ছাড়ের কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের (বিবিএফ) সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখার প্রবাসী নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন, শরিফ উদ্দিন, রুবেল আহমদ ও কবির আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।
সূত্র: লুৎফুর রহমান, দুবাই
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কার্যক্রম শুরু করেছে।
দুবাইয়ের ফিরোজ মুরায় রোববার (২০ অক্টোবর) প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি আলহাজ আব্দুল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মৌলভীবাজার বড়লেখা উপজেলার তালিম্পুরের শামিম আহমদ শামীম রাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশিদের জন্য উমরাসহ দেশে যাবার টিকিটে বিশেষ ছাড়ের কথা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের (বিবিএফ) সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখার প্রবাসী নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন, শরিফ উদ্দিন, রুবেল আহমদ ও কবির আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।
সূত্র: লুৎফুর রহমান, দুবাই
বাংলাদেশি মালিকানাধীন সুগন্ধি (পারফিউম) কোম্পানি আল-হারামাইনের চেয়ারম্যান আলহাজ মাহাতাবুর রহমান নাসির অভিযোগ করেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বাংলাদেশে সংবাদ প্রচার করা হয়েছে।
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাজধানী মাস্কাটের আল-ফালাজ ৪ স্টার হোটেলে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কয়েক শ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়া দেশটির রাজধানী কুয়ালালামপুর ইফতার ও দোয়া মাহফিল করেছে। রোববার (২৩ মার্চ) কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম ও পুরনো সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (সোমবার) দুবাইয়ের পিংক সেলসি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।