logo
সুপ্রবাস

কাতারে বৈরিতা নয় বন্ধুত্ব বইয়ের মোড়ক উন্মোচন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ ঘণ্টা আগে
Copied!
কাতারে বৈরিতা নয় বন্ধুত্ব বইয়ের মোড়ক উন্মোচন

কাতারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশটির বর্তমান উপপ্রধানমন্ত্রী ও ন্যাশনাল লাইব্রেরির প্রেসিডেন্ট, ড. হামাদ বিন আব্দুল আজিজ আলকাওয়ারির লেখা ‘বৈরিতা নয় বন্ধুত্ব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইটি বাংলায় অনুবাদ করেছেন বাংলাদেশি তামীম রায়হান।

Book cover unveiling 2

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কাতারের সাংস্কৃতিক নগরী কাতারায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান, কাতারার মহাপরিচালক ড. খালেদ বিন ইবরাহিম আলসুলাইতি এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য বিশিষ্টজনেরা।

Book cover unveiling 3

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা দেন বাংলাদেশ ফোরাম কাতারের সাবেক প্রেসিডেন্ট ও আলি বিন আলি কোম্পানির সিএফও ইফতেখার আহমদ। পরে বইটি সম্পর্কে বিশদ আলোচনা করেন রাষ্ট্রদূত হযরত আলী খান।

Book cover unveiling 4

মূল বক্তব্যে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন বইটির লেখক হামাদ আলকাওয়ারি। তিনি বলেন, ২০১৭ সালে ইউনেসকোর মহাপরিচালক পদে নির্বাচনকালে আমার সফর করা ৮০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে। বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ হলেও এবার বাংলায় অনুবাদ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে আমি যেভাবে আনন্দিত, তা অন্য কোনো ভাষায় অনুবাদের বেলায় ঘটেনি।

Book cover unveiling 5

অনুষ্ঠানে হামাদ আলকাওয়ারিকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশি কমিউনিটি নেতা এবং এএমপি গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন পাটোয়ারী। এ সময় বন্ধুসভা কাতারের পক্ষ থেকে হামাদ আলকাওয়ারিকে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়।

Book cover unveiling 6

পরে তার হাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে লেখা দুটি বই তুলে দেন বিএনপির কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

Book cover unveiling 7

অনুষ্ঠানে প্রবাসী শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, গবেষক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হামাদ আলকাওয়ারি ইতিপূর্বে কাতারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া, আমেরিকা ও ফ্রান্সসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও ইউনেসকোসহ আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অফিশিয়াল থিম সংগীত প্রকাশ

চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অফিশিয়াল থিম সংগীত প্রকাশ

গানটির লেখক, গীতিকার ও সুরকার হলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরমান হোসেন ভূঁইয়া (লাভলু)। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বাংলা ভাষা, সংস্কৃতি ও নিজ জেলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এই গানটি রচনা ও সুর করেছেন। গানটি তিনি নিজেই প্রযোজনা করেছেন।

৩ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট ফি পুননির্ধারণ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট ফি পুননির্ধারণ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , “ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে আমেরিকান ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।”

৫ ঘণ্টা আগে

কাতারে বৈরিতা নয় বন্ধুত্ব বইয়ের মোড়ক উন্মোচন

কাতারে বৈরিতা নয় বন্ধুত্ব বইয়ের মোড়ক উন্মোচন

অনুষ্ঠানে মূল বক্তব্যে লেখক হামাদ আলকাওয়ারি বলেন, তার লেখা বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ হলেও এবার বাংলায় অনুবাদ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি যেভাবে আনন্দিত, তা অন্য কোনো ভাষায় অনুবাদের বেলায় ঘটেনি।

২১ ঘণ্টা আগে

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

আবুধাবিতে প্রবাসী সিআইপিকে সংবর্ধনা

অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

২ দিন আগে