বিডিজেন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় স্থানীয় সরকার অভিনব এক পদক্ষেপ নিয়েছে—যানজট নিরসনে কার্যকর সমাধান নিয়ে আসতে পারলে দেওয়া হবে বিশেষ বৃত্তি! পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর পরিকল্পনা দেবেন তাদের ৫০ হাজার দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা) বৃত্তি দেওয়া হবে।
এরইমধ্যে দুবাইয়ের এক্সপো সিটির চেঞ্জমেকার্স একাডেমি সংযুক্ত আরব আমিরাতের ২০-৩০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের যানজট সমস্যা নিরসনে সৃজনশীল সমাধান জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।
সংশ্লিষ্টরা জানায়, নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের ধারণা বাস্তবে রূপান্তরিত করার জন্য বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা পাবেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় স্থানীয় সরকার অভিনব এক পদক্ষেপ নিয়েছে—যানজট নিরসনে কার্যকর সমাধান নিয়ে আসতে পারলে দেওয়া হবে বিশেষ বৃত্তি! পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর পরিকল্পনা দেবেন তাদের ৫০ হাজার দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা) বৃত্তি দেওয়া হবে।
এরইমধ্যে দুবাইয়ের এক্সপো সিটির চেঞ্জমেকার্স একাডেমি সংযুক্ত আরব আমিরাতের ২০-৩০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের যানজট সমস্যা নিরসনে সৃজনশীল সমাধান জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।
সংশ্লিষ্টরা জানায়, নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের ধারণা বাস্তবে রূপান্তরিত করার জন্য বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা পাবেন।
নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্নাতক ও স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ দিচ্ছে। এই স্কলারশিপের জন্য অন্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০০ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির মাধ্যমে পড়ার সুযোগ পান। তাঁদের মধ্যে স্নাতক পর্যায়ে ১৪০, স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ও পিএইচডিতে ২০ জন।
বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ তৈরি করতে ব্রিটিশ কাউন্সিল তৎপর। এ জন্য তারা সরকারের স্পষ্ট নির্দেশিকা, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব মনোভাব চায়।
এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।