logo
বিদেশে উচ্চশিক্ষা

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ নভেম্বর ২০২৪
Copied!
নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা স্কলারশিপ দিয়ে থাকে নিউজিল্যান্ড সরকার ও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সে রকমই একটি বৃত্তি হলো ইউনিভার্সিটি অব অকল্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ।

আপনি চাইলে এই বৃত্তি নিয়ে নিউজিল্যান্ডে আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে অর্থায়িত বৃত্তি। নিউজিল্যান্ডে এই স্কলারশিপ স্নাতক, পিজিডিপ ও মাস্টার্সের জন্য দেওয়া হয়। বছরে ৫০টি পর্যন্ত আংশিকভাবে অর্থায়িত বৃত্তি প্রদান করা হয়। অকল্যান্ড স্কলারশিপ বিশ্ববিদ্যালয় প্রতিটি স্নাতকোত্তর ও স্নাতক অধ্যয়নকারীল জন্য ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্য প্রদান করবে। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তি প্রায় সব একাডেমিক ক্ষেত্রের জন্য উন্মুক্ত।

সাধারণত এক বছরের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। তবে পরবর্তীতে আপনি কী সহায়তা পেতে পারেন, সে ব্যাপারে তারা আপনার পাশে থাকবে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ফি ক্রেডিট হিসেবে বৃত্তি প্রদান করা হবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

সারা বিশ্ব থেকে আবেদন করা যাবে। এর মধ্যে যারা নিউজিল্যান্ডের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা আবাসিক ভিসাধারী নন, তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারীদের অবশ্যই অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে যোগ্য ডিগ্রিগুলোর মধ্যে একটি শুরু করতে হবে।

আবেদনকারীদের অবশ্যই নতুন পূর্ণ-ফি প্রদানকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, যারা শর্তহীন অফার পেয়েছেন। অথবা শর্তসাপেক্ষ অফারসহ একজন ইংরেজি ভাষা একাডেমির (ELA) শিক্ষার্থী হতে হবে। আবেদনকারীদের অবশ্যই PGDip, ন্যূনতম ১২০ পয়েন্টের মাস্টার, অথবা বিদেশি মাধ্যমিক বা মাধ্যমিক-পরবর্তী যোগ্যতাসহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

একটি চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে। এই আন্তর্জাতিক বৃত্তিতে যোগ্য হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই কমপক্ষে ৬.০০ এর গ্রেড পয়েন্ট সমতুল্য (GPE) থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার দক্ষতা পূরণ করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রতি বছরের শুরু ও শেষদিকে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে যাবতীয় তথ্য দিন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট তাতে যুক্ত করুন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শুরু

চীনের স্কলারশিপগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে লিয়াওনিং বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড সিএসসি স্কলারশিপ। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের খরচ বহন করে চীন সরকার।

২ দিন আগে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

৩০০ শিক্ষার্থীর বৃত্তির সুযোগ পাকিস্তানে

এটি পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

৮ দিন আগে

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

জাপানের এই বৃত্তির সুযোগ ঢাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০ জন নিয়মিত শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১০ দিন আগে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশনের স্কলারশিপে আবেদন চলছে

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্কলারশিপের আবেদন আহ্বান করে। এক বছর মেয়াদী এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাবেন।

১২ দিন আগে